— প্রতিনিধিত্বমূলক ছবি।
শ্রমিক-মালিক অসন্তোষে বছর শেষে ফের বন্ধ হল ব্যারাকপুর শিল্পাঞ্চলের একটি চটকল। বুধবার জগদ্দলের ‘অ্যাংলো ইন্ডিয়া জুট অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি’ নামের এই চটকল বন্ধের খবর ছড়িয়ে পড়তেই মাথায় হাত পড়ে কর্মরত শ্রমিক পরিবারগুলির। আচমকা উৎপাদন বন্ধ হওয়ায় কর্মহীন হলেন হাজার তিনেক শ্রমিক। তবে কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত চটকল বন্ধের নোটিস দেওয়া হয়নি বলেই জানান শ্রমিকেরা।
মিলের শ্রমিকদের একাংশের অভিযোগ, বাড়তি কাজ করিয়ে প্রাপ্য টাকা দেওয়া হচ্ছিল না। প্রতিবাদ করলে গেটের বাইরে বার করে দিচ্ছিলেন চটকল কর্তৃপক্ষ। এ নিয়েই অসন্তোষের সূত্রপাত। সব রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এ দিন চটকলের গেটে পুলিশ পিকেট বসানো হয়। শ্রমিকদের অভিযোগ উড়িয়ে দিয়ে কর্তৃপক্ষের তরফে দাবি, চটকলের অগ্রগতির স্বার্থে শ্রমিকেরা এগিয়ে আসার বদলে বিতর্ক সৃষ্টি করছেন। শ্রমিক পরিবারগুলিও এ দিন রাস্তায় নামে। তাদের অভিযোগ, নিম্নমানের কাঁচামাল ব্যবহার করা হচ্ছিল। তা ছাড়া শ্রমিকদের বকেয়া টাকা মেটানো হচ্ছিল না। ফের কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, এখন সে দিকেই তাকিয়ে তারা।