ভেরির বাঁধের দখল নিয়ে তৃণমূল ও সিপিএমের মারামারিতে জখম হলেন চার জন। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ঢোলাহাটের আবাদ ভগবানপুর এলাকার হালদারচকে। পুলিশ জানিয়েছে, তৃণমূল সমর্থক মোতলেব গাজির স্ত্রী রব্বানুর বিবির দেওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ তিন মহিলা-সহ ১৪ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে ১৫টি তাজা বোমা, একটি দা ও একটি কাটারি ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবাদ ভগবানপুরে ওই গ্রামে খাল লাগোয়া একটি নোনাজলের ছোট ভেড়ির বাঁধ কার দখলে থাকবে তা নিয়ে দুই পরিবারের মধ্যে পুরনো মামলা চলছিল। এক পক্ষ জামিন নিয়ে এলে নতুন করে ঝামেলা বাধে এ দিন বিকেলে। তার জেরে এ দিন বিকেলে প্রচুর বোমাবাজি হয় এলাকায়। সিপিএম নেতা নিমাই মণ্ডলের অভিযোগ, ‘‘তৃণমূল সমর্থকরাই এসে বোমাবাজি করে। আমাদের সমর্থক শায়িদা বিবির বাড়িতে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পুলিশ আমাদের অভিযোগ নিতে চায়নি। উল্টো আমাদের সমর্থকদেরই গ্রেফতার করা হয়।’’ তৃণমূলের অঞ্চল সভাপতি বসুদেব মণ্ডলের পাল্টা দাবি, ‘‘ভোটের পরে সিপিএম সমর্থকেরা ওই জায়গার দখল নিয়ে মাঝেমধ্যেই ঝামেলা করছে। এ দিন বোমাবাজি তাঁরাই করে।’’
তবে সিপিএম সমর্থকদের অভিযোগ নেওয়া হল না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।