কিশোরীকে গণর্ধষণের অভিযোগ, গ্রেফতার দুই

অভিযোগ, স্কুলে পৌঁছে দেওয়ার নাম করে মেয়েটিকে মোটরবাইকে তোলে তারা। নিয়ে যায় দুলদুলি গ্রামে একটি নির্জন জায়গায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০২:১৯
Share:

প্রতীকী ছবি।

স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জের গ্রামে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার গৌরাঙ্গ বিশ্বাস এবং বিশ্বম্ভর মিস্ত্রি নামে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেয়েটি সপ্তম শ্রেণিতে পড়ে। সোমবার বেলা ১০টা নাগাদ বাড়ি থেকে বের হয় সে। স্কুলের পথে দেখা হয় প্রতিবেশী দুই ‘দাদা’র সঙ্গে।

পুলিশ জানিয়েছে, দুই যুবকই বিবাহিত। কর্মসূত্রে ভিনরাজ্যে থাকত। সম্প্রতি বাড়ি ফিরেছে। অভিযোগ, স্কুলে পৌঁছে দেওয়ার নাম করে মেয়েটিকে মোটরবাইকে তোলে তারা। নিয়ে যায় দুলদুলি গ্রামে একটি নির্জন জায়গায়। সেখানে মাদক মেশানো ঠান্ডা পানীয় খাইয়ে মেয়েটিকে গণধর্ষণ করে বলে অভিযোগ। মেয়েটি অসুস্থ হয়ে পড়লে সেখানে রেখে পালায়।

Advertisement

পুলিশ জানায়, দীর্ঘক্ষণ অচৈতন্য অবস্থায় পড়ে থাকার পরে বিকেলের দিকে জ্ঞান ফেরে মেয়েটির। কোনও রকমে বাড়ি ফেরে। বাড়িতে বিষয়টি জানায়। প্রথমে বাড়ির লোক ভয়ে থানায় কিছু জানাননি। বৃহস্পতিবার সাহস করে তাঁরা থানায় যান।

মেয়েটির বাড়ির লোক জানিয়েছেন, ওই দুই যুবক ঘটনার কথা চাপা দেওয়ার জন্য কিশোরীর পরিবারকে ৫০ হাজার টাকাও দিতে চেয়েছিল। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবারটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement