Arrest At Sonarpur Area

খুন, চুরি, ডাকাতি-সহ নানা অভিযোগে অভিযুক্ত, শেষ পর্যন্ত গ্রেফতার বসিরহাটের ‘মানিকজোড়’! উদ্ধার অস্ত্র

পুলিশ সূত্রের খবর, ধৃতদের নাম হাকিম মোল্লা এবং আদিত্য মোল্লা। দুই যুবকের বিরুদ্ধে দক্ষিণ ২৪ পরগনার নানা জায়গায় বিভিন্ন অপরাধ ঘটানোর অভিযোগ রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ১৭:১২
Share:

—প্রতীকী চিত্র।

চুরি, ডাকাতি, খুন, ছিনতাই-সহ নানা অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। অনেক দিন ধরে দুই দুষ্কৃতীর খোঁজে ছিল পুলিশ। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল দু’জন। শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এবং ভাঙড়ের মাঝামাঝি একটি জায়গা থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, দু’জনেই ‘কুখ্যাত দুষ্কৃতী’। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র মিলেছে। উদ্ধার হয়েছে তিন রাউন্ড কার্তুজ।

Advertisement

পুলিশ সূত্রের খবর, ধৃতদের নাম হাকিম মোল্লা এবং আদিত্য মোল্লা। দুই যুবকের বিরুদ্ধে দক্ষিণ ২৪ পরগনার নানা জায়গায় বিভিন্ন অপরাধ ঘটানোর অভিযোগ রয়েছে। খুন, চুরি এবং ডাকাতির মতো গুরুতর অভিযোগ ছিল। কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে দীর্ঘ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল তারা।

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে প্রসাদপুর এলাকায় গিয়েছিল বসিরহাট থানার পুলিশের একটি দল। সেখান থেকেই ধরা পড়েছে দু’জন। পুলিশ জানিয়েছে, একটি ‘ওয়ান শটার’ এবং তিন রাউন্ড কার্তুজ মিলেছে ধৃতদের কাছ থেকে। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।

Advertisement

রবিবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে হাজির করানো হয়। বিচারকের নির্দেশে দুই দুষ্কৃতীকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। আব্দুল এবং আদিত্যকে জেরা করে অপরাধীদের একটি চক্রকে ধরার চেষ্টা করছেন তদন্তকারীরা। বসিরহাট থানার পুলিশের এক আধিকারিক জানান, দু’জনের মধ্যে আব্দুল বেশি ‘ভয়ঙ্কর’। সে কুখ্যাত দুষ্কৃতী। তিনি বলেন, ‘‘ওর বিরুদ্ধে খুন, চুরি, ডাকাতি, ছিনতাই-সহ নানা অভিযোগে মামলা রয়েছে। ওকে এবং আদিত্যকে দীর্ঘ দিন আমরা খুঁজছিলাম। গোপন সূত্রের খবর পেয়ে প্রসাদপুরে তল্লাশি চালিয়ে দু’জনকে হাতেনাতে পাকড়াও করা গিয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement