Arrest

ছেলেধরা সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে গণপিটুনি! বসিরহাটে গ্রেফতার দুই অভিযুক্ত

সোমবার মাটিয়ার রাজেন্দ্রপুর পঞ্চায়েতের মোমিনপুর উত্তরপাড়ায় এক যুবককে ছেলে‌ধরা সন্দেহে বেঁধে রেখে স্থানীয়েরা মারধর করেছিলেন বলে অভিযোগ। এর পর পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুলাই ২০২৪ ০২:১৬
Share:

—প্রতীকী চিত্র।

বসিরহাটের মাটিয়া থানার মোমিনপুরে সোমবার ছেলে‌ধরা সন্দেহে এক যুবককে গণপিটুনির অভিযোগ ওঠে। সোমবার গভীর রাতেই দুই অভিযুক্তকে গ্রেফতার করে মাটিয়া থানার পুলিশ। তাঁদেরকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। এই ঘটনার সঙ্গে আরও কারা যুক্ত সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

সোমবার মাটিয়ার রাজেন্দ্রপুর পঞ্চায়েতের মোমিনপুর উত্তরপাড়ায় এক যুবককে ছেলে‌ধরা সন্দেহে বেঁধে রেখে স্থানীয়েরা মারধর করেছিলেন বলে অভিযোগ। এর পর পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ওই যুবকের বাড়ি শাসনে। তিনি মানসিক ভাবে ভারসাম্যহীন। তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। এর পর ওই যুবককে তাঁর পরিবারে হাতে তুলে দেওয়া হয়েছে। এই গণপিটুনির ঘটনায় মাটিয়া থানা স্বতঃপ্রণোদিত ভাবে মামলা রুজু করে। সোমবার গভীর রাতেই তারিকুল মণ্ডল ও নাজমুল গাজি নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে। দু’জনেরই বাড়ি মোমিনপুর এলাকায়। অভিযুক্তদের মঙ্গলবার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement