—নিজস্ব চিত্র।
গভীর সমুদ্রে ইলিশ ধরতে গিয়ে উত্তাল ঢেউয়ের দাপটে ডুবে গেল মৎস্যজীবীদের একটি ট্রলার। এই দুর্ঘটনায় প্রাণে বেঁচে গিয়েছেন ১৩ জন মৎস্যজীবী। শুক্রবার সন্ধ্যায় তাঁদের সকলকেই নিরাপদে বাড়ি ফেরানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুরে জম্বুদ্বীপ থেকে ৬ কিমি উত্তরে বঙ্গোপসাগরে দুর্ঘটনার কবলে পড়েন সাগরদ্বীপের মৎস্যজীবীরা। ঢেউয়ের দাপটে ‘এফবি মা লক্ষী’ নামে ওই ট্রলারে পাটাতন ভেঙে জল ঢুকতে থাকে।
স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে ১৩ জন মৎস্যজীবীকে নিয়ে সাগরের মায়া গোয়ালিনী ঘাট থেকে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ট্রলারটি। শুক্রবার সকালে জম্বুদ্বীপ থেকে ৬ কিমি উত্তরে সমুদ্রে মাছ ধরছিলেন মৎস্যজীবীরা। আচমকাই আবহাওয়া খারাপ হতে শুরু করে। সমুদ্রের উত্তাল ঢেউয়ের দাপটে ট্রলারের পাটাতন ভেঙে জল ঢুকতে শুরু করে। মৎস্যজীবীদের চিৎকার শুনে কাছাকাছি থাকা ৫টি ট্রলার এসে তাঁদের উদ্ধার করে। দুর্ঘটনাগ্রস্ত ট্রলারের মালিক ভোলানাথ মণ্ডলের আক্ষেপ, ‘‘গত কয়েক বছর ধরে সমুদ্রে ইলিশের আকাল চলছিল। ভেবেছিলাম, এ বছর হয়ত ভাল মাছ উঠবে। কিন্তু ট্রলার ডুবে যাওয়ায় কয়েক লক্ষ টাকা ক্ষতি হল।’’