অস্ত্রোপচারে বের হওয়া পাথর। —নিজস্ব চিত্র।
১০-২০টি নয়, একেবারে ১১৭টি পাথর বেরোল পিত্তথলি থেকে!
বুকে এবং পেটে ব্যথা নিয়ে রবিবার বনগাঁ হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্থানীয় দেবগড় এলাকার বাসিন্দা মিতালী বিশ্বাস। সোমবার ঘণ্টাখানেক ধরে অস্ত্রোপচারের পরে তাঁর পিত্তথলি থেকে ১১৭টি পাথর বের হয়। এই খবর ছড়িয়ে পড়তে হাসপাতালের মধ্যে মিতালিদেবীকে দেখতে ভিড় জমে যায়।
বনগাঁ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মিতালীদেবীর অস্ত্রোপচারটি করেছেন শল্য চিকিৎসক স্বাগত দাস। তিনি ছয় বছর ধরে বহু অস্ত্রোপচার করলেও এই ধরনের অভিজ্ঞতা এই প্রথম। স্বাগতবাবুর কথায়, ‘‘অতীতে সর্বোচ্চ ৩০টি পাথর বের করেছি।’’ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পাথরগুলির ওজন সব মিলিয়ে প্রায় ৮০ গ্রাম।
মিতালিদেবীর পরিজনেরা জানিয়েছেন, গত এক বছর ধরে পিত্তথলিতে পাথরের সমস্যা নিয়ে ভুগছিলেন মিতালীদেবী। তবে মাঝে কিছু দিন চিকিৎসা বন্ধ করে দিয়েছিলেন তিনি। রবিবার পেটে ব্যথা বাড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, এতগুলি পাথর পিত্তথলিতে থাকলে নানা রোগের সম্ভাবনা থাকে। বনগাঁ হাসপাতালের চিকিৎসক গোপাল পোদ্দার বলেন, ‘‘দীর্ঘ দিন ধরে এতগুলো পাথর পিত্তথলিতে থাকলে জণ্ডিস এবং ক্যানসারের সম্ভাবনা রয়েছে।’’