মোটরবাইক দুর্ঘটনায় মৃত ১, জখম ৪ জন

সোমবার সন্ধ্যায় বনগাঁ থানার নেতাজিনগর এলাকায় দুই যুবক জোর গতিতে বেপরোয়া ভাবে বাইক চালিয়ে পাইকপাড়া সুটিয়া সড়ক ধরে যাচ্ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বনগাঁ শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৭ ০১:১৬
Share:

ফাঁকা-মাথা: ঝুঁকির যাত্রা। ছবি: নির্মাল্য প্রামাণিক

দু’দিনে তিনটি পৃথক মোটরবাইক দুর্ঘটনা ঘটল বনগাঁয়। মৃত্যু হয়েছে একজনের। জখম ৪ জন। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে ওই ঘটনার পরে চিন্তিত প্রশাসন। পুলিশ জানিয়েছে, মৃত এবং আহতদের মাথায় হেলমেট ছিল না।

Advertisement

সোমবার সন্ধ্যায় বনগাঁ থানার নেতাজিনগর এলাকায় দুই যুবক জোর গতিতে বেপরোয়া ভাবে বাইক চালিয়ে পাইকপাড়া সুটিয়া সড়ক ধরে যাচ্ছিলেন। সামনে একটি গাড়ি এসে পড়ায় চালক ব্রেক কষেন। দু’জনেই ছিটকে পড়েন। পুলিশ তাঁদের হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা ইমন মণ্ডল (২৬) নামে বাইক চালককে মৃত ঘোষণা করেন। জখম হয়ে হাসপাতালে ভর্তি বাইক আরোহী আবজুল মণ্ডল। দু’জনের বাড়ি স্থানীয় ভিড়ে গ্রামে।

পুলিশ জানিয়েছে, ওই দিন রাতে বনগাঁ-চাকদহ সড়কের শিউলিপুকুর এলাকায় বাইক চালক সুজিত দাস আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বাইকটির সামনে হঠাৎ একটি গাড়ি চলে আসে। তখন বাইকটি সড়কের পাশে থাকা ট্রাকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

মঙ্গলবার সকালে একটি বাইক ও স্কুটির মধ্যে ধাক্কা লাগে বনগাঁ-চাকদহ সড়কে। দু’জন জখম হয়েছেন।

মুখ্যমন্ত্রীর ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে বাইক চালক ও আরোহীদের হেলমেট পরা নিয়ে নানা সচেতনতামূলক কাজ করছে পুলিশ। নিয়মিত ধরপাকড়ও চলছে। কিন্তু তাতেও কোনও লাভ হচ্ছে না।

বনগাঁর এসডিপিও অনিল রায় বলেন, ‘‘এত কিছুর পরেও বাইক চালকেরা যদি হেলমেট না পরেন, তা দুর্ভাগ্যজনক। আরও বেশি করে প্রচার ও ধরপাকড় শুরু করা হচ্ছে।’’

মঙ্গলবার সকালে, যশোর রোড, বনগাঁ-চাকদহ রোড, বনগাঁ-বাগদা রোড-সহ বিভিন্ন রাস্তায় দেখা গেল, বাইক চালকদের অনেকের মাথাতেই হেলমেট নেই। চালকের মাথায় হেলমেট থাকলেও আরোহীদের মাথা ফাঁকা। হেলমেট হয় হাতে ঝোলানো, নয় বাইক-স্কুটির পিছনে শোভা পাচ্ছে। হেলমেট পরেননি কেন? প্রশ্ন শুনে কলার উঁচিয়ে এক তরুণ বলে গেলেন, ‘‘কুছ পরোয়া নেহি। পুলিশ দেখলেই পরে নেব।’’হেলমেট না পরলে তেল মিলবে না, পেট্রোল পাম্পে এমন নিষেধাজ্ঞাও দিন দিন শিথিল হচ্ছে বলেও দেখা যাচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement