ফাইল চিত্র।
বীরভূমের রামপুরহাটে তৃণমূল নেতা খুন এবং তার পরবর্তী হত্যাকাণ্ডের ঘটনায় রাজ্য জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। ওই ঘটনায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে রাজ্য সরকার। আজ, বুধবার নজর থাকবে সেই তদন্তের গতিপ্রকৃতির দিকে।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
রামপুরহাটে বিজেপি-র পরিষদীয় দল
রামপুরহাট-কাণ্ডে আজ সেখানে যাচ্ছে বিজেপি-র পরিষদীয় দল। সকাল সাড়ে ৮টা নাগাদ তাদের কলকাতা থেকে রামপুরহাটের উদ্দেশে রওনা হওয়ার কথা।
বগটুই গ্রামে বাম প্রতিনিধি দল
বগটুই গ্রামের হত্যাকাণ্ড নিয়ে রাজনৈতিক চাপানউতর চলছে। আজ বিজেপি-র পাশাপাশি বামেরাও ওই গ্রামে যাচ্ছে। সকাল ১০টা নাগাদ বগটুই গ্রামে যাওয়ার কথা বিমান বসু, মহম্মদ সেলিম-সহ বাম নেতাদের।
ইউক্রেনের পরিস্থিতি
মঙ্গলবার পূর্ব ইউক্রেনের ‘মস্কো-পন্থী’ অঞ্চলে হামলা চালায় রুশ ফৌজ। ইউক্রেন সরকারের তরফে মঙ্গলবার জানানো হয়েছে, পূর্বপ্রান্তের ডোনেৎস্ক অঞ্চলের আভডিভকা শহরে রুশ বাহিনীর গোলাবর্ষণে অন্তত পাঁচ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহতের সংখ্যা ১৯। ফলে দুই দেশের যুদ্ধ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। আজ সে দিকে নজর থাকবে।
গ্রাফিক- সনৎ সিংহ।
সংসদ ও বিধানসভার অধিবেশন
আজ বেলা ১১টা থেকে সংসদের অধিবেশন শুরু হবে। ওই একই সময়ে শুরু হওয়ার কথা রাজ্য বিধানসভার অধিবেশনও। সেখানে পঞ্চায়েত দফতরের বাজেট নিয়ে আলোচনা হতে পারে।
বিধবাভাতা প্রদান মমতার
আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘জয় বাংলা’ প্রকল্পের আওতায় বিধবাভাতা প্রদান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১টা নাগাদ ওই কর্মসূচিটি রয়েছে।
ভিক্টোরিয়া মেমোরিয়ালের কর্মসূচিতে মোদী
আজ ভিক্টোরিয়া মেমোরিয়ালে বিপ্লবী ভারত গ্যালারির উদ্বোধন ভার্চুয়াল মাধ্যমে করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ধ্যা ৬টা নাগাদ ওই কর্মসূচিটি শুরু হওয়ার কথা।
রামপুরহাট-কাণ্ডের শুনানি
আজ রামপুরহাট-কাণ্ডের শুনানি হতে পারে কলকাতা হাই কোর্টে। এ নিয়ে মঙ্গলবার একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে আদালতে। এ ছাড়া আরও একটি মামলা আজ দায়ের হওয়ার কথা।
পুরভোট মামলার শুনানি
আজ কাঁথি-সহ অন্য পুরভোট মামলার শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে। সকাল ১১টা নাগাদ প্রধান বিচারপতির এজলাসে শুনানি হতে পারে।
মুকুল রায়ের দলত্যাগ মামলার শুনানি
আজ মুকুল রায়ের দলত্যাগ মামলার শুনানি হতে পারে কলকাতা হাই কোর্টে। সকাল সাড়ে ১০টা নাগাদ মামলাটি উঠবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।
কেমন আছেন লালুপ্রসাদ যাদব
রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা লালুপ্রসাদ যাদবের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার তাঁকে দিল্লির এমসে ভর্তি করানো হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন রাঁচীর রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (রিমস)-এর অধিকর্তা কামেশ্বর প্রসাদ। আজ লালু কেমন থাকেন সে দিকে নজর থাকবে।
উপনির্বাচনের প্রচার
আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল, বিজেপি, বাম ও কংগ্রেস প্রত্যেকেই তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। এখন মনোনয়ন জমা দেওয়ার কাজ চলছে। এ ছাড়া ওই দুই কেন্দ্রে রাজনৈতিক দলগুলির প্রচারের দিকেও নজর থাকবে।