BJP

বেহালায় গ্রেফতার দুই বিজেপি সাংসদ

জানুয়ারি মাসে কলকাতা পুরসভার ১২৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১১ জন বিজেপি কর্মী গ্রেফতার হন।

Advertisement

নিজস্ব সংবাদাদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২০ ০৫:১০
Share:

সৌমিত্র খাঁ।

বেহালায় দলীয় কর্মীদের বাড়ি যাওয়ার পথে গ্রেফতার হলেন বিজেপির দুই সাংসদ সুভাষ সরকার এবং সৌমিত্র খাঁ। পুলিশ তাঁদের ঠাকুরপুকুর থানায় নিয়ে যায়। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়।

Advertisement

জানুয়ারি মাসে কলকাতা পুরসভার ১২৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১১ জন বিজেপি কর্মী গ্রেফতার হন। শনিবার তাঁদের দু’জনের বাড়ি গিয়ে পরিবারের লোকেদের সঙ্গে দেখা করার কথা ছিল সুভাষবাবু এবং সৌমিত্রর। অভিযোগ, সেই উদ্দেশ্যে এ দিন তাঁরা দলের কার্যালয় থেকে বেরনো মাত্র পুলিশ তাঁদের গ্রেফতার করে ঠাকুরপুকুর থানায় নিয়ে যায়। সন্ধ্যায় ওই থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পরে ধৃতদের ছেড়ে দেওয়া হয়। পুলিশের অবশ্য দাবি, বেহালার শীলপাড়া থেকে সিএএ-র সমর্থনে বিজেপির মিছিল বেরোয়। সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় দলীয় কর্মীদের ধস্তাধস্তি হলে সাংসদদের থানায় নিয়ে যাওয়া হয়।

সুভাষবাবু বলেন, ‘‘এ রাজ্যে গণতন্ত্রের এই তো চেহারা! দেশের অন্যান্য রাজ্যে গণতন্ত্র নেই বলে যিনি অভিযোগ করেন, তাঁর শাসনে আমরা নিজের দলের কর্মীর বাড়িতে যেতে গেলে পুলিশ আটকে দেয়!’’ সুভাষবাবুর আরও বক্তব্য, ‘‘সাংসদদের গ্রেফতার করতে হলে লোকসভার স্পিকারকে জানাতে হয়। পুলিশ আমাদের গ্রেফতার করার আগে সেই নিয়ম মেনেছে কি না, তা নিয়ে আমরা খোঁজখবর করব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement