কোচবিহারে দুর্ঘটনা, মৃত ২

পুলিশ জানিয়েছে, মৃত দু’জনের নাম বন্দনা দেববর্মা (২৭) এবং মাম্পি দাস (২৩)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ ০৪:০৭
Share:

প্রতীকী ছবি।

কুয়াশাচ্ছন্ন ভোরে কোচবিহার শহরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। বুধবার ভোরে শহরের বাইশগুড়ির ঘটনা। মৃত দুই মহিলার বাড়ি ত্রিপুরার বিলোনিয়ায়। ওই ঘটনায় দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

কোচবিহার পুলিশ জানিয়েছে, এ দিন ভোর ৫টা নাগাদ টোটোয় কোচবিহার বাসস্ট্যান্ড থেকে নিউ কোচবিহার স্টেশন যাচ্ছিলেন কয়েক জন। পুন্ডিবাড়ি থানার বাইশগুড়িতে উল্টোদিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয় টোটোটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটোর দুই মহিলা যাত্রীর।

পুলিশ জানিয়েছে, মৃত দু’জনের নাম বন্দনা দেববর্মা (২৭) এবং মাম্পি দাস (২৩)। দু’জনেরই বাড়ি ত্রিপুরার বিলোনিয়ায়। মুর্শিদাবাদে বিএড পরীক্ষা দিয়ে মঙ্গলবার রাতে বাসে কোচবিহারে বাসস্ট্যান্ডে পৌঁছন তাঁরা। এ দিন ভোরে সেখান থেকে টোটো ধরে স্টেশনের দিকে যাচ্ছিলেন। ওই টোটোয় বন্দনার সঙ্গে তাঁর বাচ্চা মেয়ে ছাড়াও আর একজন মহিলা ও পুরুষ যাত্রী ছিলেন। পিছনের একটি টোটোয় বন্দনার স্বামীও ছিলেন।

Advertisement

স্থানীয়দের বক্তব্য, মঙ্গলবার রাত থেকেই এলাকা কুয়াশাচ্ছন্ন হয়েছিল। কিছুটা দূরের বস্তুও দেখা যাচ্ছিল না। পুলিশের অনুমান, কুয়াশার জেরে দেখতে না পেয়ে উল্টোদিক থেকে তীব্র গতিতে আসা পিকআপ ভ্যানটি সোজা ধাক্কা মারে টোটোটিকে। টোটোটি ছিটকে পড়ে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই মারা যান দুই মহিলা যাত্রী। স্থানীয়দের সহায়তায় জখমদের কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বন্দনা ও মাম্পিকে মৃত বলে জানানো হয়। বাকি দুই যাত্রী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। বন্দনার শিশুকন্যার কোনও ক্ষতি হয়নি বলে পুলিশ জানিয়েছে। পিকআপ ভ্যানটির চালক পলাতক। পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর বলেন, “দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

গত কয়েক দিনে একাধিক দুর্ঘটনা হয়েছে কোচবিহারে। একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই অবস্থায় পুলিশ পথ দুর্ঘটনা নিয়ে সতর্ক করে লিফলেট বিলির কাজ শুরু করেছে। পুলিশ জানিয়েছে, এই সময়ে বেশি দুর্ঘটনা হওয়ার আশঙ্কা থাকে। এ দিন ভোরের ঘটনাও তেমনটাই হয়েছে বলে মনে করা হচ্ছে। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, “এই সময় সবাইকে সতর্ক থাকতে হবে। যাত্রীদেরও সচেতন ও সতর্ক থাকতে হবে। চালক মদ্যপ অবস্থায় রয়েছে কি না তা লক্ষ রাখতে হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement