ফাইল চিত্র।
বর্ষা ঢুকতে না ঢুকতেই রাজ্যে দুর্যোগ পরিস্থিতি তৈরি হল। বৃষ্টির ফলে উত্তরবঙ্গে বিপর্যয় দেখা দিয়েছে। বাড়ছে নদীগুলির জলস্তরের অবস্থা। আজ, শুক্রবার সেই পরিস্থিতির দিকে নজর থাকবে।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষার খবর
উত্তরবঙ্গে হলেও দক্ষিণবঙ্গে এখনও বর্ষা শুরু হয়নি। দু’-এক দিন ছাড়া ছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছিল, এই সপ্তাহে বর্ষা ঢুকে পড়বে রাজ্যে। সপ্তাহের শেষের দিকে বৃষ্টি দেখা যাবে রাজ্য জুড়েই। সপ্তাহের শেষে সেই পরিস্থিতির দিকেই নজর থাকবে।
স্কুলে শিক্ষক নিয়োগ মামলায় সিট সদস্যদের নাম জমা সিবিআইয়ের
প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ মামলার দুর্নীতিতে সিবিআইকে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করতে বলেছিল কলকাতা হাই কোর্ট। সিটের সদস্যদের নাম আদালতে জমা দেওয়ার কথা বলা হয় তদন্তকারী সংস্থাকে। সেই মতো আজ সিটের সদস্যদের নাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে জমা দেওয়ার কথা সিবিআইয়ের।
গ্রাফিক: সনৎ সিংহ।
নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলা
আজ নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলার শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে। এই মামলায় আজ তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা সিবিআইয়ের।
আনারুলের শারীরিক অবস্থা
বীরভূমের বগটুই-কাণ্ডে ধৃত আনারুল হোসেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আজ তিনি কেমন থাকেন সে দিকে নজর থাকবে।
রাজ্যের জয়েন্টের ফল
আজ এ রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ। দুপুর আড়াইটেয় সাংবাদিক বৈঠক রয়েছে। বিকেল ৪টে থেকে ওয়েবসাইটে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।
রাজ্যের কোভিড পরিস্থিতি
প্রায় সাড়ে তিন মাস পর বুধবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা দু’শো ছাড়িয়েছিল। বৃহস্পতিবার তা কমে দু’শোর নীচে নামল। রাজ্যে দৈনিক সংক্রমণের হারও কিছুটা কমে আড়াই শতাংশের নীচে নেমেছে। অন্য দিকে, গত ২৪ ঘণ্টায় কোনও কোভিড রোগীরই মৃত্যু হয়নি বাংলায়। এই অবস্থায় সংক্রমণের সংখ্যার দিকে নজর থাকবে।
অগ্নিপথ নিয়ে উত্তপ্ত বিহার
বিক্ষোভের আগুনে জ্বলছে বিহার। ট্রেন, বাসে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। ‘অগ্নিপথ’ প্রকল্পে চুক্তিভিত্তিক সেনা নিয়োগের প্রতিবাদে এই বিক্ষোভ। বিক্ষোভকারীদের ছোড়া ইটের ঘায়ে জখম হন বিজেপি বিধায়ক। আজ সেই পরিস্থিতির দিকে নজর থাকবে।
চতুর্থ বার ইডির তলব রাহুলকে
টানা তিন দিন জিজ্ঞাসাবাদের পর শুক্রবার রাহুল গাঁধীকে আবার ডেকেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তবে আজ তিনি ইডি দফতরে যাবেন না বলেই খবর। তাঁর মা সনিয়া গাঁধী হাসপাতালে ভর্তি রয়েছেন। সেই কারণে রাহুল সোমবার হাজিরা দিতে পারেন ইডির দরবারে। অন্য দিকে, সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগে শুক্রবারও দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে কংগ্রেস।
বিধানসভার অধিবেশন
আজ বেলা ১১টা থেকে বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
তৃণমূলের বৈঠক
আজ বিকেল ৩টেয় তৃণমূল ভবনে ২১ জুলাইয়ের কর্মসূচি নিয়ে বৈঠক রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রঞ্জি ট্রফি
আজ রঞ্জি ট্রফি সেমিফাইনালের চতুর্থ দিনের ম্যাচ রয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে বাংলা বনাম মধ্যপ্রদেশের খেলা রয়েছে।
ভারত-দক্ষিণ আফ্রিকা
আজ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি২০ ম্যাচ রয়েছে। সন্ধ্যা ৭টা থেকে ওই খেলাটি শুরু হবে।