গ্রাফিক— শৌভিক দেবনাথ।
ভবানীপুর আসনের উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ, সোমবার। তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহেই মনোনয়ন জমা দিয়েছেন। বিজেপি ও বাম প্রার্থীরা এখনও অবধি মনোনয়ন জমা দেননি। আজ তাঁরা মনোনয়ন জমা দিতে যাবেন। ফলে সে দিকে নজর থাকবে। আবার নজর থাকবে তিন পক্ষের প্রার্থীদের ভোট প্রচারের দিকেও। করোনার কারণে সভা না করে বাড়ি বাড়ি প্রচারে জোর দিয়েছে সব পক্ষই। মমতার হয়ে প্রচারে নেমেছেন রাজ্যের এক ঝাঁক নেতা-মন্ত্রী। পিছিয়ে নেই বিজেপিও। রবিবার থেকেই প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের সমর্থনে প্রচার শুরু করেছেন দিলীপ ঘোষরা। ফলে আগামী ৩০ সেপ্টেম্বর ভোটের দিকে তাকিয়ে এখন চলবে শুধু প্রচার যুদ্ধ। ফলে নজর থাকবে ওই সংক্রান্ত সমস্ত খবরের দিকে।
ভুল প্রশ্নের উত্তর দিলে নম্বর দিয়ে চাকরি দিতে হবে। এই রায় দিয়েছিল কলকাতা হাই কোর্ট। আদালতের সেই রায়কে অমান্য করায় মামলা করেন ১৯ জন চাকরিপ্রার্থী। সেই মামলায় প্রাথমিক শিক্ষক পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে তিন লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করে আদালত। পাশাপাশি, আদালতের নির্দেশ না মানায় তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়। আজ সেই মামলার শুনানি রয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে। বিচারপতি আগেই নির্দেশ দিয়েছিলেন, পরবর্তী শুনানির সময় পর্ষদ সভাপতিকে উপস্থিত থাকতে হবে। সেই মতো আজ আদালতে উপস্থিত থাকার কথা মানিকের। ফলে আজ নজর থাকবে এই মামলার দিকেও।
নারদ মামলায় কলকাতা হাই কোর্টে আগেই জামিনে পেয়েছেন রাজ্যের চার নেতা-মন্ত্রী। এ বার এই মামলা অন্যত্র সরাতে চায় সিবিআই। সেই মর্মে শুনানি চলছে হাই কোর্টে। এর আগে একাধিক কারণে মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল। আজ ফের এই মামলার শুনানি হওয়ার কথা। বেলা ১১টা নাগাদ পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে শুরু হবে নারদ মামলার শুনানি। এই মামলায় পক্ষ হিসাবে যুক্ত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আইনমন্ত্রী মলয় ঘটক। সিবিআইয়ের হয়ে সওয়াল করতে পারেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। আর অভিযুক্তদের হয়ে দেখা যেতে পারে অভিষেক মনু সিঙ্ঘভিকে। আজ হাই কোর্টে এই মামলার শুনানির দিকে নজর থাকবে।
রবিবার গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে ভূপেন্দ্র পটেলের নাম ঘোষণা করেছে বিজেপি। তাঁর আজ শপথ নেওয়ার কথা। নতুন মুখ্যমন্ত্রী হওয়ার পর গুজরাতের মন্ত্রিসভায়ও পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আজ সে দিকেও নজর থাকবে। এ ছাড়া আজ নজর থাকবে হাই কোর্টে ভবানীপুর উপনির্বাচন মামলার শুনানি, মুকুল রায় পিএসি মামলার শুনানি, আবহাওয়া সংক্রান্ত খবরের দিকে।