COVID-19

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

আজ ভারত ও দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্টের তৃতীয় দিন। দুপুর ২টো থেকে ওই ম্যাচ শুরু হওয়ার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

কলকাতা শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ০৬:১২
Share:

ফাইল চিত্র।

রাজ্যে করোনা-আক্রান্তের সংখ্যা ফের বুধবার বাড়ল। গতকাল আক্রান্তের সংখ্যা ২২ হাজার ছাড়িয়ে গিয়েছে। সব থেকে বেশি আক্রান্তের খোঁজ মিলেছে কলকাতায়। সেখানে সংক্রমণের হার ৪০ শতাংশের বেশি। আবার বুধবার দৈনিক মৃত্যুর সংখ্যাও বেড়েছে। এই অবস্থায় আজ, বৃহস্পতিবার নজর থাকবে রাজ্যের করোনা পরিস্থিতির দিকে।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

Advertisement

দেশের কোভিড পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে এই মুহূর্তে গোটা দেশের মধ্যে কোভিড সংক্রমণের হারে প্রথম স্থানে পশ্চিমবঙ্গ। সেই আবহে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের এই বৈঠক গুরুত্বপূর্ণ হবে বলেই মনে করছেন অনেকে। নজর থাকবে সে দিকে।

খ্যাতনামীরা করোনা আক্রান্ত

করোনার এই স্ফীতিতে রোজই কোনও না কোনও খ্যাতনামী আক্রান্ত হচ্ছেন কোভিডে। বুধবার করোনা আক্রান্ত হয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার আগে মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন গায়িকা লতা মঙ্গেশকর। আজ নজরে থাকবে তাঁদের শারীরিক অবস্থা। পাশাপাশি আর কারা আক্রান্ত হলেন সেই দিকেও নজর থাকবে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

নজরে গঙ্গাসাগর মেলা

শুরু হয়েছে গঙ্গাসাগর যাত্রা। দেশের বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা ভিড় করছেন সাগরে। দু’দিন পরই সেখানে পুণ্যস্নান শুরু হবে। তার আগে কোভিড পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। নজর থাকবে সেই সংক্রান্ত খবরের দিকেও।

হাই কোর্টে পুরভোট মামলা

রাজ্যের আসন্ন চার পুরসভার ভোট বন্ধ করতে চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ওই মামলাটির শুনানি রয়েছে। এর আগে আদালত রাজ্য নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছিল কোভিড পরিস্থিতিতে তাদের ভোট করার পরিকাঠামো রয়েছে কি না। অন্য দিকে, ওই চার পুরসভার সংক্রমনের চিত্রটা আদালতের কাছে তুলে দেওয়ার কথা রাজ্যের।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট

আজ ভারত ও দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্টের তৃতীয় দিন। দুপুর ২টো থেকে ওই ম্যাচ শুরু হওয়ার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement