ফাইল চিত্র।
বৃহস্পতিবার উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। চার রাজ্যে জয়ী হয়েছে বিজেপি। এ বার সরকার গঠনের পালা। আজ, শুক্রবার ফলাফল পরবর্তী পরিস্থিতি এবং সরকার তৈরির প্রক্রিয়ার দিকে নজর থাকবে।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
রাজ্য বাজেট পেশ
আজ বিধানসভায় রাজ্য বাজেট পেশ করবেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দুপুর ২টো নাগাদ বাজেট বক্তৃতা করার কথা। এ বারের বাজেটে কী কী প্রস্তাব আনে সরকার সে দিকে নজর থাকবে।
গ্রাফিক্স সনৎ সিংহ।
ইউক্রেনের পরিস্থিতি
রাশিয়া- ইউক্রেন যুদ্ধের গতিপ্রকৃত কোন দিকে মোড় নেয় সে দিকে নজর থাকবে।
আনিস খান হত্যা রহস্য
আজ ছাত্রনেতা আনিস খানের হত্যা মামলার শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে। এই মামলায় প্রাথমিক তদন্ত রিপোর্ট আদালতে জমা দিতে পারে সরকার গঠিত সিট।
এসএসসি-র শিক্ষক নিয়োগ মামলা
স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ মামলার শুনানি রয়েছে হাই কোর্টে। আজকের শুনানিতে তৎকালীন দায়িত্বে থাকা আধিকারিকরা উপস্থিত হতে পারেন।
পুরভোট মামলার শুনানি
আজ কলকাতা হাই কোর্টে পুরভোট মামলার শুনানি রয়েছে। পুরভোটে অশান্তি নিয়ে মামলা করেছিল বিরোধীরা। আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হবে শুনানি।
অনুব্রত শুনানি হাই কোর্টে
গরু পাচার-কাণ্ডে অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই। তিনি গ্রেফতারি এড়াতে হাই কোর্টের দ্বারস্থ হন। আজ ওই মামলাটির শুনানি রয়েছে।