Abhishek Banerjee

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

আজ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে। ভোর সাড়ে ৩টে ওই খেলাটি শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২২ ০৮:৪৯
Share:

ফাইল চিত্র।

গত এক সপ্তাহে রাজ্যে দৈনিক সংক্রমণের হার প্রায় আড়াই গুণ বেড়ে পৌঁছে গেল ৩০ শতাংশের কাছে। দৈনিক আক্রান্তের সংখ্যাও বাড়তে বাড়তে পৌঁছে গেল ১৯ হাজারের কাছে। শুক্রবারের তুলনায় কলকাতায় দৈনিক আক্রান্ত সামান্য কমলেও সাত হাজারের উপরেই রয়েছে। ফলে নজর থাকবে সে দিকে।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

করোনা নিয়ে অভিষেকের বৈঠক

Advertisement

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে জেলা প্রশাসনের আধিকারিকদের উপস্থিত থাকার কথা। দুপুরে ওই বৈঠকটি হওয়ার কথা।

পুরভোটের প্রচার

কোভিড পরিস্থিতিতে আসন্ন চার পুরসভার ভোটের প্রচারে লাগাম টেনেছে কমিশন। জমায়েত করে প্রচার সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হয়েছে। রাজনৈতিক দলগুলির কাছে কমিশন আবেদন করেছে, তারা যেন ডিজিটাল বা সামাজিক মাধ্যমে প্রচার করে। আজ দেখার একেবারে নতুন এই মাধ্যমে রাজনৈতিক দলগুলি কী ভাবে প্রচারে অংশ নেয়।

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড টেস্ট

আজ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে। ভোর সাড়ে ৩টে ওই খেলাটি শুরু হয়েছে। নজর থাকবে ওই খেলার দিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement