ফাইল চিত্র।
কাশীপুরে বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার রহস্য-মৃত্যুর তদন্ত এবং সেই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতর চলছে। আজ, শনিবার ফের সেখানে যাওয়ার কথা বিজেপির রাজ্য নেতাদের। এ ছাড়া ওই ঘটনায় মৃতদেহের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। সেই মতো সে দিকেও নজর থাকবে।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
কাশীপুর-কাণ্ড নিয়ে রাজ্যের রিপোর্ট
কাশীপুরে বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার রহস্য-মৃত্যুর রিপোর্ট চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই মতো আজ রাজ্যের রিপোর্ট পাঠানোর কথা। কেন্দ্রকে রাজ্য কী রিপোর্ট দিল সে দিকে নজর থাকবে।
হায়দরাবাদে পিটিয়ে খুনের ঘটনা
হায়দরাবাদে পিটিয়ে খুনের ঘটনায় নতুন নতুন তথ্য সামনে আসছে। সেই ঘটনার গতিপ্রকৃতির দিকে নজর থাকবে।
বাবুল সুপ্রিয়ের শপথ
বিধায়ক নির্বাচিত হলেও এখনও শপথ নিতে পারেননি বাবুল সুপ্রিয়। তাঁর শপথ ঘিরে রাজ্যপাল এবং স্পিকারের মধ্যে বিতর্ক চলছেই। রাজ্যপাল ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব দিয়েছেন। ফলে বিষয়টি ঘিরে জটিলতা এবং বিতর্ক কাটে কি না সে দিকে নজর থাকবে।
গ্রাফিক: সনৎ সিংহ।
দেশের কোভিড পরিস্থিতি
দিল্লি-সহ দেশে কোভিড সংক্রমণ ক্রমশ বাড়ছে। নতুন করে ছড়াচ্ছে সংক্রমণ। আজ সংক্রমণ কত হয় সে দিকে নজর থাকবে।
আবহাওয়ার পরিস্থিতি ও পূর্বাভাস
বৃষ্টি স্বস্তি দিয়েছিল গরমে। তবে এ বার ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। মৌসম ভবনের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। যার গতিপথ হবে উত্তর-পশ্চিমে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ, ওড়িশা বা বাংলার উপকূলের দিকে। আজ নজর থাকবে সে দিকেও।
আইপিএল
আজ আইপিএলে পঞ্জাব বনাম রাজস্থানের খেলা রয়েছে। দুপুর সাড়ে ৩টে নাগাদ ওই খেলাটি শুরু হবে। তার পর সন্ধ্যা সাড়ে ৭টায় রয়েছে কলকাতা বনাম লখনউয়ের খেলা।