ফাইল চিত্র।
দেশে নতুন করে করোনা আক্রান্ত হলেন ২,৫৬৮ জন। সব মিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৩০,৮৪,৯১৩-তে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২০ জনের। সব মিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা ৫২৩,৮৮৯। আজ সংক্রমণের হার কত থাকে সে দিকে নজর থাকবে।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
বহরমপুরে কলেজছাত্রী খুনের তদন্ত
বহরমপুরে কলেজছাত্রী খুনের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার আদালত ধৃতকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। আজ ওই ঘটনার তদন্তের গতিপ্রকৃতির দিকে নজর থাকবে।
তপন দত্ত খুনের শুনানি
১০ বছর আগে হাওড়ার পরিবেশকর্মী তপন দত্ত খুন হয়েছিলেন। সেই হত্যা-মামলার আজ শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে।
গ্রাফিক: সনৎ সিংহ।
ময়নাগুড়ি ধর্ষণ মামলার শুনানি
আজ ময়নাগুড়ি ধর্ষণ মামলার শুনানি রয়েছে। সকাল সাড়ে ১০টা নাগাদ কলকাতা হাই কোর্টে ওই মামলার শুনানি শুরু হওয়ার কথা।
জুট অফিসে ডেপুটেশন কর্মসূচি
আজ বিধাননগরে জুট কর্পোরেশনের অফিসে ডেপুটেশন কর্মসূচি তৃণমূলের শ্রমিক সংগঠনের। দুপুর ২টো নাগাদ ওই কর্মসূচিটি রয়েছে।
আবহাওয়ার পরিস্থিতি ও পূর্বাভাস
তাপপ্রভাবের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। পশ্চিমবঙ্গে তাপমাত্রা কিছুটা কমেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের কিছু জেলায় আজ হালকা বৃষ্টি হতে পারে।
রাহুল গাঁধীর কাঠমান্ডু-ভিডিয়ো নিয়ে কংগ্রেস-বিজেপি তরজা
মঙ্গলবার নেপালের রাজধানীর একটি হোটেলের নাইট ক্লাবে এক বন্ধুর বিয়েতে কংগ্রেস নেতা রাহুল গাঁধীর উপস্থিতি নিয়ে বিজেপি ও কংগ্রেসের তরজা শুরু হয়েছে। সেই পরিস্থিতির দিকে আজ নজর থাকবে।
ইউক্রেনের পরিস্থিতি
যুদ্ধ জারি থাকার জন্য এ বার ইউক্রেনকে দুষলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার তিনি অভিযোগ করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকার যুদ্ধ বন্ধ করার জন্য ইতিবাচক আলোচনায় আগ্রহী নয়। ইউক্রেন যুদ্ধের ৬৯তম দিনে পুতিনের এই মন্তব্য ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছে কূটনৈতিক মহল।
আইপিএল
আজ আইপিএলে বেঙ্গালুরু বনাম চেন্নাইয়ের খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি রয়েছে।
তৃণমূল সংসদের সাংবাদিক বৈঠক
ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে প্রাক্তন ফুটবলার এবং তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক রয়েছে। বিকেল ৫টা নাগাদ ওই বৈঠকটি হওয়ার কথা।