Naka Checking

Bengal Polls: নাকা তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার বিপুল টাকা, আটক ৮ বার নর্তকী

বৃহস্পতিবার সকাল থেকেই নাকা তল্লাশি চলছিল সুগন্ধার দিল্লি রোডে। পুলিশ এবং নির্বাচন কমিশনের দল যৌথ ভাবে তল্লাশি চালাচ্ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চুঁচুড়া শেষ আপডেট: ১৯ মার্চ ২০২১ ০২:১৯
Share:

উদ্ধার বিপুল টাকা —নিজস্ব চিত্র।

নাকা তল্লাশি চলাকালীন গাড়ি থেকে উদ্ধার হল বিপুল অঙ্কের টাকা। আটক করা হয়েছে ৮ জন বার নর্তকীকেও। বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে হুগলি জেলার পোলবার সুগন্ধায়।

Advertisement

বৃহস্পতিবার সকাল থেকেই নাকা তল্লাশি চলছিল সুগন্ধার দিল্লি রোডে। পুলিশ এবং নির্বাচন কমিশনের দল যৌথ ভাবে তল্লাশি চালাচ্ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা নাগাদ কলকাতার দিক থেকে আসা একটি গাড়িকে সন্দেহের বশে আটক করে পুলিশ। গাড়ি ৮ জন তরুণীও ছিল। তল্লাশি চালিয়ে গাড়ির পিছনের আসনের তলা থেকে উদ্ধার করা হয় বিপুল টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজহাটের কাছে একটি বারে যাচ্ছিল ওই গাড়িটি। ওই ৮ তরুণী পেশায় বার নর্তকী। পুলিশ গাড়ির চালক-সহ সকলকেই আটক করেছে। ধৃতদের পোলবা থানায় নিয়ে যাওয়া হয়েছে। কত টাকা উদ্ধার হয়েছে তা স্পষ্ট করেনি পুলিশ। তবে তদন্তকারীদের দাবি, মোটা অঙ্কের টাকা মিলেছে ওই গাড়িটি থেকে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, খতিয়ে দেখা হচ্ছে ওই টাকা কী উদ্দেশ্যে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। সদুত্তর না পাওয়া গেলে বাজেয়াপ্ত করা হবে ওই টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement