Viral Video

দিল্লি মেট্রোর ভিতরে বসে ‘হুইস্কি’ পান, সঙ্গে সেদ্ধ ডিম! তরুণের কাণ্ডে হইচই রাজধানীতে, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের বেলা দিল্লি মেট্রোর একটি কামরায় বসে রয়েছেন এক তরুণ। তাঁর হাতে একটি গ্লাস। গ্লাসে যে তরল রয়েছে, তা দেখতে মদের মতো। গ্লাসটিও সুরাপাত্রের মতোই দেখতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১১:১২
Share:
Youth seen drinking alcohol like drink in Delhi metro, viral video creates debate in internet

ছবি: এক্স থেকে নেওয়া।

কখনও স্বল্পবসনা তরুণীর ওঠা, কখনও যাত্রীদের সামনে তরুণ-তরুণীর ঘনিষ্ঠ হওয়া, কখনও বসার জায়গা নিয়ে মারামারি, নাচানাচি— দিল্লি মেট্রোর এমন নানা দৃশ্য প্রকাশ্যে এসেছে বার বার। এর জেরে বার বার খবরের শিরোনামে এসেছে দিল্লি মেট্রো। সেই দিল্লি মেট্রোয় আবার এক অদ্ভুত ঘটনা ঘটল। দিল্লি মেট্রোর কামরার ভিতরে প্রকাশ্যে ‘মদ’ খেতে দেখা গেল এক তরুণকে। ‘চাখনা’ হিসাবে কামড় দিতে দেখা গেল সেদ্ধ ডিমে। ঘটনাটির একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিয়োটি (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ঘটনাটি কবে ঘটেছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের বেলা দিল্লি মেট্রোর একটি কামরায় বসে রয়েছেন এক তরুণ। তাঁর হাতে একটি গ্লাস। গ্লাসে যে তরল রয়েছে, তা দেখতে মদের মতো। গ্লাসটিও সুরাপাত্রের মতোই দেখতে। এর পর ওই তরলে চুমুক দিতে দেখা যায় তরুণকে। কয়েক চুমুক দিয়ে গ্লাস আসনের পাশে রেখে দেন তিনি। এর পর একটি সেদ্ধ ডিম ব্যাগ থেকে বার করে মেট্রোর মধ্যেই ছাড়াতে শুরু করেন। ডিমের খোসা ফেলে দেন মেট্রোর মেঝেয়। এর পর ডিমে কামড় দিয়ে আবার ওই গ্লাস তুলে নিয়ে মদের মতো দেখতে তরল পান করেন তিনি। সব শেষে গ্লাস এবং ডিমের খোসা তুলে ব্যাগের মধ্যে পুরে নেন। তরুণের উল্টো দিকে বসে থাকা এক জন ঘটনাটি ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সন্দীপ ঠাকুর’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লক্ষাধিক বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। অনেকে আবার যুবকের শাস্তির দাবি তুলে সরব হয়েছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এরা কি জানে না যে জনপরিবহণে বসে মদ খাওয়া যায় না! এত সাহস হল কী করে! একে খুঁজে বার করে শাস্তি দেওয়া হোক।’’ যদিও নেটাগরিকদের একাংশ আবার এ-ও দাবি করেছেন যে, ওই তরুণ যা পান করছিলেন তা মদ নয়। মদের মতো দেখতে কোনও নরম পানীয় এবং নিছকই মজার উদ্দেশ্যে ওই ভিডিয়োটি তৈরি করা হয়েছে। এক জন লিখেছেন, ‘‘এখনই ছেলেটিকে দোষ দেওয়ার কিছু নেই। এমনও তো হতে পারে যে ওটা কোনও নরম পানীয়। সত্যিটা খুঁজে বার করা হোক।’’ তবে পুরো বিষয়টি নিয়ে দিল্লি মেট্রো কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement