Bizarre

ভিডিয়ো গেম খেলতে গিয়ে পরকীয়া তরুণের, আদুরে চ্যাট দেখে ছেড়ে গেলেন স্ত্রী

সন্তান জন্ম দেওয়ার পর নানা ধরনের শারীরিক এবং মানসিক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তিনি। সংসারের কাজ সামলেই সারা দিন কেটে যায় তাঁর। লিসার দাবি, তাঁর স্বামী দিনের অধিকাংশ সময় অনলাইনে একটি গেম খেলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৫:০৮
Share:

—প্রতীকী ছবি।

ছ’মাস আগে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তরুণী। স্বামী-সন্তান নিয়ে সুখে সংসার করাই ছিল তাঁর স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নে যে একটি ভিডিয়ো গেম চিড় ধরাবে তা কল্পনা করতে পারেননি তিনি। অনলাইন মাধ্যমে গেম খেলতে গিয়ে এক অপরিচিতার সঙ্গে বন্ধুত্ব পাতান তরুণীর স্বামী। তাঁর সঙ্গে গোপনে বিবাহ-বহির্ভূত সম্পর্কেও জড়িয়ে পড়েন তরুণ। স্বামীর পরকীয়ার কথা জানতে পেরে সংসার ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তরুণী। সম্প্রতি সমাজমাধ্যমে পোস্ট করে সে কথাই জানিয়েছেন তিনি (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘আর/রিলেশনশিপ_অ্যাডভাইস’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় নাম গোপন করে পোস্ট করেন এক জন তরুণী। ধরে নেওয়া যাক, তরুণীর নাম লিসা। লিসার বয়স ২৭ বছর। তাঁর স্বামী চাকুরিরত। লিসা জানান, তাঁর স্বামীর বয়স ২৮ বছর। সারা সপ্তাহে ৪০ থেকে ৫০ ঘণ্টা কাজ করেন তিনি। ছ’মাস আগে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন লিসা। সন্তান জন্ম দেওয়ার পর নানা ধরনের শারীরিক এবং মানসিক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তিনি। সংসারের কাজ সামলেই সারা দিন কেটে যায় তাঁর।

লিসার দাবি, তাঁর স্বামী দিনের অধিকাংশ সময় অনলাইনে একটি গেম খেলেন। এমনকি অফিসে তুমুল ব্যস্ততার মধ্যেও খেলতে থাকেন তিনি। লিসা জানান, যাঁরা এই গেমটি খেলেন তাঁরা এক একটি চরিত্র হিসাবে খেলতে থাকেন। খেলোয়াড়েরা সেই গেমের ভিতর একই শহরের বাসিন্দা, এবং সকল চরিত্রের ভিন্ন ভিন্ন পেশা রয়েছে। লিসা জানান, এর মাধ্যমেই তাঁর স্বামীর সঙ্গে এক তরুণীর আলাপ হয়। সেই তরুণী আবার বাস্তবে বিবাহিতা। গেম খেলার অজুহাতে দু’জনে সারা দিন কথা বলেন।

Advertisement

লিসা তাঁদের সম্পর্ক নিয়ে সন্দেহ করলে তাঁর স্বামী জানান যে, সেই তরুণীর সঙ্গে কেবল বন্ধুত্ব রয়েছে। কিন্তু লিসা তাঁর স্বামীর ফোন ঘেঁটে জানতে পারেন যে, সেই তরুণীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন লিসার স্বামী। দু’জনের আদুরে চ্যাটও দেখে ফেলেন লিসা। স্বামীকে সরাসরি প্রশ্ন করলে তিনি জানান, ওই তরুণীর সঙ্গে সম্পর্ক ভাঙতে পারবেন না। স্বামীর সিদ্ধান্ত শুনে ছ’মাসের কন্যাকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যান লিসা। বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সমাজমাধ্যমে পোস্ট করে দুঃখপ্রকাশ করে তিনি লিখেছেন, ‘‘আমি মানসিক ভাবে খুব ভেঙে পড়েছি। জানি না কী ভাবে সব কিছু সামলে উঠব। আমার স্বপ্নের সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement