Viral Video

লাঠি হাতে পুকুরে নামলেন তরুণী, দেখে এগিয়ে গেল কুমির! তার পর…

ভিডিয়োটি পোস্ট করে তিনি জানান, কয়েক সপ্তাহ আগে কুমিরটিকে সংরক্ষণ কেন্দ্রে আনা হয়েছে। স্ত্রী কুমিরটির নাম বেলা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৪ ১৩:৫৮
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

এক হাতে লাঠি, এক হাতে খাবার। তা নিয়েই জঙ্গলে ঘেরা পুকুরে নেমে পড়লেন তরুণী। মাঝপুকুর বরাবর আসতেই তাঁর দিকে মুখ হাঁ করে ধেয়ে এল বিশাল এক কুমির। হাতের লাঠিটি কুমিরের মুখের সামনে ধরলেন ওই তরুণী। তবে সেখান থেকে পালালেন না। সমাজমাধ্যমে এমনই এক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

গ্যাবি নিকোলে নামে এক তরুণী ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন যেখানে কুমিরের সঙ্গে পুকুরের মধ্যে সময় কাটাতে দেখা যাচ্ছে তাঁকে। ফ্লোরিডার একটি কুমির সংরক্ষণ কেন্দ্রে ভিডিয়োটি ক্যামেরাবন্দি করা হয়েছে। বিপন্ন প্রাণীদের রক্ষা করেন গ্যাবি। ভিডিয়োটি পোস্ট করে তিনি জানান, কয়েক সপ্তাহ আগে কুমিরটিকে এই সংরক্ষণ কেন্দ্রে আনা হয়েছে। স্ত্রী কুমিরটির নাম বেলা। বেলাকে খাওয়াদাওয়ার প্রশিক্ষণ দিতেই পুকুরে নেমেছিলেন গ্যাবি। তিনি বেলার মুখে খাবার ছুড়ে দিচ্ছেন ঠিকই, কিন্তু লাঠি দিয়ে বেলার মুখও ধরে রাখছেন। খাবার দেখে বেলা যে ক্রমশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাও জানান গ্যাবি। কুমিরকে খাওয়ানোর সময় কী নিয়মকানুন পালন করা প্রয়োজন তা জানাতে ভোলেননি তরুণী। গ্যাবির প্রচেষ্টা দেখে তাঁর প্রশংসা করেছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ। এক নেটাগরিক আবার বলেছেন, ‘‘তুমি অসাধারণ কাজ করছ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement