Puzzle

একটি জুতোর জোড়া নেই নাকি! এ ধাঁধার উত্তর অনেকেই দিতে পারেন না

ছবিতে দেখা যাচ্ছে একসঙ্গে সাত রকমের জুতো ছড়িয়ে রয়েছে মেঝেতে। সংখ্যায় তারা ১৪টি। কিন্তু সাত জোড়া জুতো বলা যাবে না। কারণ একটি জুতোর জোড়া নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪ ২২:০২
Share:

মস্তিষ্কে শান দেওয়ার আরও একটি ধাঁধা। এই ধাঁধার সমাধান নাকি করতে পারেননি অনেকেই। তবে বুদ্ধিমত্তা তীক্ষ্ণ হলে ১ মিনিটেই এর সমাধান সম্ভব। ছবিটি কয়েক জোড়া জুতোর। তবে একটি জুতোর কোনও জুরিদার নেই। সেই জুতোটিকেই খুঁজে বার করতে হবে আপনাকে।

Advertisement

ধাঁধা।

ছবিতে দেখা যাচ্ছে একসঙ্গে সাত রকমের জুতো ছড়িয়ে রয়েছে মেঝেতে। সংখ্যায় তারা ১৪টি। কিন্তু সাত জোড়া জুতো বলা যাবে না। কারণ একটি জুতোর জোড়া নেই।

সাদা চোখে দেখলে মনে হবে প্রতিটি নকশার জুতোরই তো একটা করে জুরিদার রয়েছে। তবে জোড়া নয় কোন জুতোটি।

Advertisement

আবার অনেকের মনে হতে পারে, সাত রকমের জুতো ১৪টিই রয়েছে, তখন একটি জুতোর বদলে দু’টি জুতোর জোড়া না থাকার কথা। কিন্তু প্রশ্নে কোনও ভুল নেই।

সত্যিই একটি নকশার জুতোর জোড়া নেই এই ছবিতে। সমাধান বলা হবে না। খুঁজে বার করুন দেখি!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement