Japan Coffin Cafe

মৃত্যুর পর কতটা ‘আরামে’ থাকবেন! মরার আগেই হদিস দেবে ‘কফিন ক্যাফে’

মৃত্যুর পর যদি কেউ আরামদায়ক পরিবেশ বেছে নিতে চান, তা আগে থেকেই পরখ করতে পারবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১১:১৭
Share:

ছবি: প্রতীকী।

মৃত্যুর পরের অভিজ্ঞতা কেমন হতে পারে তা জানার জন্য এক অভিনব উপায় বার করলেন জাপানিরা। জাপানের একটি অন্ত্যেষ্টি সংস্থা এমন একটি ব্যবস্থা চালু করেছে যেখানে চাইলেই বিশেষ ভাবে নকশা করা একটি কফিনে শুয়ে মৃত্যুর পরবর্তী সময়কে ‘অনুভব’ করতে পারবেন। এটি একটি ‘কফিন ক্যাফে’। জাপানের একটি ১২০ বছরের পুরনো এই অন্ত্যেষ্টি গৃহ এই পরিষেবা চালু করেছে। ইচ্ছুক ব্যক্তিরা চাইলেই সেই কফিনে শুয়ে মৃত্যুর পরবর্তী সময়ে দেহকে কী ভাবে রাখা হয় তা প্রত্যক্ষ করতে পারবেন।

Advertisement

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, এই নতুন উদ্যোগটি মৃত্যুর পরের অবস্থা কতটা শান্তিপূর্ণ হতে পারে সেই অভিজ্ঞতার সঙ্গে পরিচয় ঘটাতে বিশেষ ভাবে তৈরি করা হয়েছে। মৃত্যুর পর দেহের জন্য যদি কেউ একটি আরামদায়ক পরিবেশ বেছে নিতে চান তা আগে থেকেই পরখ করতে পারবেন এই ‘কফিন ক্যাফে’তে। অনন্য ভাবনাটি সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে।

কাজিয়া হোন্টেন অন্ত্যেষ্টি সংস্থাটি জাপানের চিবা প্রদেশের ফুটসুতে অবস্থিত মেইজি যুগে ১৯০২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ১০০ বছরের বেশি সময় ধরে তারা পরিষেবা দিয়ে আসছে জাপানিদের। অন্ত্যেষ্টিক্রিয়া করার সংস্থার সঙ্গে জোট বেঁধে গত সেপ্টেম্বর থেকে এই পরিষেবা চালু করেছে কাজিয়া হোন্টেন। ক্যাফেটিতে তিনটি কফিন রয়েছে, সোনালি, সবুজ এবং হলুদ। শান্ত পরিবেশ তৈরি করতে ফুল ও সৃজনশীল নকশা দিয়ে কফিনগুলি সজ্জিত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement