ছবি: সংগৃহীত।
সংসদে বসেই ধূমপান করছেন সাংসদ। সংসদে পুরোদস্তুর অধিবেশন চলাকালীনই কলম্বিয়ার সাংসদকে নিজের আসনে বসেই বৈদ্যুতিন সিগারেট ব্যবহার করতে দেখা গিয়েছে। সেই ঘটনাই ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়েছে। ওই সাংসদের নাম ক্যাথি জুভিনাও। ১৭ ডিসেম্বর স্বাস্থ্য সেবা সংস্কার নিয়ে সংসদীয় অধিবেশন চলাকালীন এই ঘটনাটি ঘটেছে বলে সংবাদমাধ্যমে বলা হয়েছে। সংসদে থাকা ক্যামেরায় ধরা পড়েছে ক্যাথির এই আচরণটি। এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে ক্ষমা চেয়েছেন গ্রিন অ্যালায়েন্স পার্টির সদস্য ও সাংসদ। ক্যাথি কলম্বিয়ার বোগোটোর জনপ্রতিনিধি। এক্স সমাজমাধ্যম থেকে সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ডেভিডলেস্টার’ নামের একটি হ্যান্ডল থেকে।
সে দিনের বৈঠকে কলম্বিয়ার স্বাস্থ্য নীতির পরিবর্তন নিয়ে আলোচনা চলছিল। সেই আলোচনায় অংশগ্রহণ করার ঠিক আগের মুহূর্তেই দেখা গিয়েছে তিনি হলুদ রঙের একটি ছোট কৌটোর মতো যন্ত্র থেকে ধূমপান করছেন। মুখ দিয়ে ধোঁয়া ছাড়তেও দেখা যায় ওই ভিডিয়োয়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। তাঁর দিকে ক্যামেরা ঘুরতেই তড়িঘড়ি সেই যন্ত্রটি লুকিয়ে ফেলেন সাংসদ। তাঁর এই আচরণ নিয়ে সমালোচনা শুরু হতেই জনসাধারণের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন সাংসদ। নিজের ত্রুটি স্বীকার করে নিয়ে তিনি জানিয়েছেন, এই আচরণের পুনরাবৃত্তি হবে না।