Viral

জেল থেকে বেরিয়ে ভালমন্দ না খেয়ে ভয়ঙ্কর জিনিস চিবিয়ে খেলেন ডাকাত! প্রকাশ্যে ভিডিয়ো

ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি সাপ ধরে নদীর জলে ধুচ্ছেন এক ব্যক্তি। এর পর উঠে দাঁড়িয়ে সাপটিকে এক হাতে ধরে কথা বলতে শুরু করেন। তাঁকে ঘিরে দাঁড়িয়ে বেশ কয়েক জন মানুষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১১ জুলাই ২০২৪ ১৭:৪৯
Share:

জেল থেকে বেরিয়ে খেলেন জ্যান্ত সাপ। ছবি: সংগৃহীত।

বহু দিন ধরে কারাবন্দি। তবে জেল থেকে বেরিয়ে বাড়ি না গিয়ে নদীর ধারে গেলেন এক ডাকাত। ভালমন্দ না খেয়ে, খেলেন জ্যান্ত সাপ। উত্তরপ্রদেশের ফতেপুরে ঘটনাটি ঘটেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাপখেকো ওই ডাকাতের নাম গঙ্গাপ্রসাদ। গঙ্গাপ্রসাদের সাপ খাওয়ার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

সমাজমাধ্যমে ভাইরাল ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি সাপ ধরে নদীর জলে ধুচ্ছেন এক ব্যক্তি। এর পর উঠে দাঁড়িয়ে সাপটিকে এক হাতে ধরে কথা বলতে শুরু করেন। তাঁকে ঘিরে দাঁড়িয়ে বেশ কয়েক জন মানুষ। কিছু ক্ষণ পরেই ওই ব্যক্তি হাতে ধরা সাপটির মাথা চিবিয়ে চিবিয়ে খেতে শুরু করেন। এর পর মাঝপথেই খাওয়া থামিয়ে আবার কথা বলতে শুরু করেন। মৃত সাপটি কব্জির চারদিকে পেঁচিয়ে ফেলেন। এর পরেই ভিডিয়োটি শেষ হয়ে যায়।

দাবি, ওই ভিডিয়োতে যাঁকে দেখা গিয়েছে, তিনিই গঙ্গাপ্রসাদ। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এর আগেও এমন কাণ্ড ঘটিয়েছেন গঙ্গা। তাঁর নাকি জ্যান্ত সাপ খাওয়ার শখ। প্রতিবেদনে এ-ও বলা হয়েছে, ফতেপুর এলাকার শঙ্কর কেভাত গ্যাংয়ের এক জন সক্রিয় সদস্য গঙ্গাপ্রসাদ। ডাকাতির অভিযোগে বহু দিন জেলে ছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement