Delhi Metro

প্রেমিকাকে কোলে শুইয়ে চুমু খাচ্ছেন প্রেমিক! দিল্লি মেট্রোর ভিতরে ‘মত্ত’ যুগলের কাণ্ডে হইচই

ভিডিয়োতে দেখা গিয়েছে, মেট্রোর মেঝেতে বাবু হয়ে বসে রয়েছেন প্রেমিক। কোলে শুয়ে রয়েছেন প্রেমিকা। সেই অবস্থাতেই উপস্থিত সহযাত্রীদের তোয়াক্কা না করেই একে অপরকে চুম্বন করে চলেছেন ওই যুগল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৩ ১৬:২৪
Share:

ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর অনেকেই টুইটারে এই যুগলের সমালোচনা করেছেন। ছবি: টুইটার।

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না দিল্লি মেট্রোর। নয়ডাগামী এক মেট্রোর অন্দরে নতুন এক কাণ্ডের সাক্ষী হলেন সেই মেট্রোর যাত্রীরা। প্রকাশ্যে এল মেট্রোর ভিতরে চুম্বনরত এক যুগলের ভিডিয়ো। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই আবার হইচই শুরু হয়েছে। আবার বিতর্কের মুখে পড়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভিডিয়োতে দেখা গিয়েছে, মেট্রোর মেঝেতে বাবু হয়ে বসে রয়েছেন তরুণ প্রেমিক। কোলে শুয়ে রয়েছেন প্রেমিকা। সেই অবস্থাতেই উপস্থিত সহযাত্রীদের তোয়াক্কা না করেই একে অপরকে চুম্বন করে চলেছেন ওই যুগল।

ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর অনেকেই টুইটারে এই যুগলের সমালোচনা করেছেন। অনেকের দাবি, ওই যুগল মত্ত অবস্থায় মেট্রোতে উঠেছিলেন। সমাজমাধ্যমে অনেকে দিল্লি মেট্রোর নাম বিখ্যাত পর্ন ওয়েবসাইটের নামে করে দেওয়ার দাবিও জানিয়েছেন।

Advertisement

সাধারণের অভিযোগ, বার বার বিতর্কের মুখে পড়েও মেট্রোর অন্দরে শালীনতা বজায় রাখতে পারছেন না কর্তৃপক্ষ। প্রায় প্রতি দিনই দিল্লি মেট্রোর মধ্যে আপত্তিকর অবস্থাতে ধরা পড়ছেন কয়েক জন যাত্রী।

প্রসঙ্গত, কয়েক দিন আগেই দিল্লি মেট্রোতে এক যাত্রীর হস্তমৈথুনের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই দিল্লি পুলিশে অভিযোগ দায়ের করেন ‘দিল্লি কমিশন ফর উইমেন (ডিসিডব্লু)-এর চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল। অভিযোগ দায়ের হওয়ার কয়েক দিনের মধ্যেই আবার নয়াকাণ্ড দিল্লি মেট্রোতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement