Viral Video

মুড়ি-মুড়কির মতো বিক্রি হচ্ছে টাকা! বাংলাদেশের ‘নোটের বাজারের’ ভিডিয়ো নিয়ে হইচই

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ওই ভিডিয়োটি ইতিমধ্যেই প্রায় এক কোটি মানুষ দেখেছেন। ভিডিয়োটি পোস্ট করেছেন হর্ষ রাই নামে এক নেটপ্রভাবী। ওই ভিডিয়োতে লাইকের সংখ্যা প্রায় দু’লক্ষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ১৩:০৭
Share:

বাজারের মধ্যে সব্জির মতো থরে থরে সাজানো রয়েছে টাকা! ছবি: সংগৃহীত।

বাজারের মধ্যে সব্জির মতো থরে থরে সাজানো রয়েছে টাকা! বিকোচ্ছেও মুড়ি-মুড়কির মতো। এমনই টাকার বাজারের দেখা মিলল বাংলাদেশের ঢাকা শহরে। এই নিয়ে একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকার একটি বাজারে বিক্রি হচ্ছে তাড়া তাড়া নোট। লক্ষ লক্ষ টাকা পড়ে রয়েছে দোকানগুলিতে। মূলত খুচরো করানো বা পুরনো নোট বদলানোর উদ্দেশেই চলছে কেনাবেচা।

Advertisement

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ওই ভিডিয়োটি ইতিমধ্যেই প্রায় এক কোটি মানুষ দেখেছেন। ভিডিয়োটি পোস্ট করেছেন হর্ষ রাই নামে এক নেটপ্রভাবী। ওই ভিডিয়োতে লাইকের সংখ্যা প্রায় দু’লক্ষ। চার হাজার মানুষ ভিডিয়োটিতে কমেন্টও করেছেন। সমাজমাধ্যমে অনেক ব্যবহারকারীই এই ‘টাকার বাজার’ দেখে বিস্ময় প্রকাশ করেছেন।

যদিও সমাজমাধ্যম ব্যবহারকারীদের একাংশের দাবি, বাংলাদেশের এই বাজার সব সময় বসে না। ইদের আগে আগে টাকার পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। ইদের ছুটি কাটাতে যাঁরা বাইরে থেকে আসেন, তাঁদের অনেকেই ওই বাজারে টাকা খুচরো করান পরিবারের সদস্যদের দেওয়ার জন্য।

Advertisement

সমাজমাধ্যম ব্যবহারকারীদের একাংশ আবার দাবি করেছেন, শুধু বাংলাদেশ না, ভারতের রাজধানী দিল্লিতেও এ রকম বাজার বসে। উল্লেখ্য, এত বড় বাজার না হলেও ভারতের বহু শহরেই ছেঁড়া-ফাটা নোট বদলানোর ছোটখাটো দোকান দেখতে পাওয়া যায়। যেখানে ১০০ টাকার পুরনো নোটের বদলে মেলে ৮০ থেকে ৯০ টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement