Viral Video

খালি হাতে মুঠো ভরে মৌমাছি ধরে একের পর এক চাক ভাঙছেন! তরুণের কাণ্ডে হইচই, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োগুলিতে দেখা গিয়েছে, বিভিন্ন জায়গায় থাকা মৌমাছির চাক ভাঙছেন এক তরুণ। নিরাপত্তা ছাড়াই কখনও তিনি জানলায় উঠে খালি হাতে মৌমাছিদের সরাচ্ছেন। কখনও আবার খালি গায়ে চলে যাচ্ছেন মৌমাছিদের কাছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৮:৩৭
Share:
Viral Video of a young man touching beehive with bare hand

ছবি: ইনস্টাগ্রাম।

কোনও নিরাপত্তা ছাড়াই হাত দিচ্ছেন একের পর এক মৌচাকে। মুঠো করে ধরছেন মৌমাছিদের। চোখে-মুখে ভয়ের লেশমাত্র নেই। এমনই এক সাহসী তরুণের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সম্প্রতি। ভাইরাল হয়েছে ভিডিয়োগুলি। যদিও ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাগুলি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়োগুলি থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োগুলিতে দেখা গিয়েছে, বিভিন্ন জায়গায় থাকা মৌমাছির চাক ভাঙছেন এক তরুণ। নিরাপত্তা ছাড়াই কখনও তিনি জানলায় উঠে খালি হাতে মৌমাছিদের সরাচ্ছেন। কখনও আবার খালি গায়ে চলে যাচ্ছেন মৌমাছিদের কাছে। কামড় খাওয়ার ভয়ডর পাচ্ছেন না। একটি ভিডিয়োয় তাঁকে মুঠো ভরে মৌমাছি ধরতেও দেখা গিয়েছে।

ভিডিয়োগুলি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে আলোড়ন পড়েছে। নেটাগরিকদের অনেকেই জানিয়েছেন, ওই তরুণের নাম রাজু পটেল। মৌমাছি প্রতিপালন তাঁর পেশা। ইনস্টাগ্রামে তাঁর ১৫ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে। তাঁর সেই ভিডিয়োগুলিতে লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োগুলি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার উদ্বেগ প্রকাশ করেছেন। এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘ভাই আমাদের মৃত্যুর সঙ্গে খেলা করছেন। যমকেও ভয় পান না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement