viral video of stunt near pool

হল না ঠিকঠাক ‘ল্যান্ডিং’, পা ফস্কে সোজা গর্তে কিশোর! ভাইরাল ভিডিয়ো দেখে হেসে কুটিপাটি

পুলের দিকে না তাকিয়ে লাফিয়ে জলে ঝাঁপাবার চেষ্টা করতেই ভারসাম্য হারিয়ে মাঝের ফাঁকা অংশে আটকে যায় কিশোর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২৯
Share:

ছবি: সংগৃহীত।

সুইমিং পুলে নামার আগে কেরামতি দেখাতে গিয়ে বিপাকে পড়লেন এক কিশোর। উল্টো দিকে ঘুরে ডিগবাজি দিয়ে পুলে নামার চেষ্টা করার ফল হল মারাত্মক। পুল ও একটি কাঠের পাটাতনের মাঝে আটকে গেল শরীরের অর্ধেকটা। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ওই ভিডিয়োয় দেখা গিয়েছে ওই কিশোর পুলের উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। পুল ও পাটাতনের মাঝে বেশ খানিকটা ফাঁক। পুলের দিকে না তাকিয়ে লাফিয়ে জলে ঝাঁপাবার চেষ্টা করতেই ভারসাম্য হারিয়ে মাঝের ফাঁকা অংশে আটকে যায় কিশোর। তাঁকে উদ্ধারের জন্য ছুটে আসেন এক তরুণী। চলতে থাকে হাত পা ধরে টানাটানি।

Advertisement

তবে কিশোরটিকে কী ভাবে উদ্ধার করা হল তা দেখা যায়নি ভিডিয়োয়। ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োটি সমাজমাধ্যমে কয়েক লক্ষ বার দেখা হয়েছে। তিন লাখেরও বেশি লাইক জমা হয়েছে তাতে। অনেকে মজার ইমোজি দিয়েছেন। আবার অনেকে এই বিপজ্জনক কসরত না করারই পরামর্শ দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement