i-phone

নিটে দারুণ ফল করেছে মেয়ে, মায়ের কাছ থেকে আইফোন উপহার পেয়ে যা করলেন তরুণী

উপহার হাতে পেয়ে মেয়ের সেই প্রতিক্রিয়ার ভিডিয়ো নেটমাধ্যমে প্রকাশ করেছেন মা-ই। ভিডিয়োর বিবরণীতে তিনিই জানিয়েছেন, তাঁর মেয়ে পরীক্ষায় ভাল ফল করেছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২২ ১০:৫৩
Share:

উপহার হাতে পেয়ে মেয়ের সেই প্রতিক্রিয়ার ভিডিয়ো নেটমাধ্যমে প্রকাশ করেছেন মা-ই।

সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা (নিট) পরীক্ষায় দারুণ ফল করেছেন মেয়ে। স্কুলের পরীক্ষাতেও তিনি প্রথম হয়েছেন। সেই মেয়ে ১৮ বছরে পা দেওয়ায় তাঁকে বড় চমক দিলেন মা। উপহার হিসাবে আইফোন-১২ পাওয়া সেই তরুণীর উজ্জ্বল মুখ এখন ভাইরাল সমাজমাধ্যমে।

Advertisement

উপহার হাতে পেয়ে মেয়ের সেই প্রতিক্রিয়ার ভিডিয়ো নেটমাধ্যমে প্রকাশ করেছেন মা-ই। ভিডিয়োর বিবরণীতে তিনিই জানিয়েছেন, তাঁর মেয়ে পরীক্ষায় ভাল ফল করেছেন। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে প্রথম হয়েছেন স্কুলে। নিট পরীক্ষাতেও ৭২০ নম্বরের মধ্যে ৬৮০ পেয়েছেন তিনি। কিন্তু তার পরেও বাবা, মায়ের কাছে কোনও আবদার করেননি। তাই, মেয়ের ১৮তম জন্মদিনে তাঁকে চমক দিতে চেয়েছিলেন মা।

মায়ের কথায়, ‘‘মেয়ে কখনও কিচ্ছু চায়নি আমাদের কাছ থেকে। যখনই জিজ্ঞেস করতাম, ‘তোর কী চাই বল?’ ও বলত, ‘কিচ্ছু চাই না। আমার প্রচুর জিনিস রয়েছে।’ তাই, ওকে চমক দিতে চেয়েছিলাম আমরা। এ রকম মেয়ে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।’’

Advertisement

ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সাত লক্ষেরও বেশি মানুষ ভিডিয়োটি পছন্দ করেছেন। এক জন মন্তব্য করেছেন, ‘‘ভিডিয়োটি দেখতে গিয়ে প্রথমে ভেবেছিলাম, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। তাই, হয়তো এত দামী উপহার! কিন্তু পরে বুঝলাম, মেয়েটি সত্যিই এমন চমক পাওয়ার যোগ্য।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement