Viral Video

রাস্তার মাঝখানে জনপ্রিয় গানে কোমর দোলাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক! প্রকাশ্যে ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন ট্রাম্প এবং মাস্ক। মাস্কের পরনে ছাই-রঙা শুট। ট্রাম্প পরে রয়েছেন গাঢ় নীল রঙের শুট, সঙ্গে লাল টাই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৪ ১৮:০৬
Share:

একসঙ্গে কোমর দোলাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক ছবি: এক্স থেকে নেওয়া।

একসঙ্গে কোমর দোলাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার ধনকুবের ইলন মাস্ক! তা আবার যে সে নাচ নয়, রীতিমতো ‘লকিং-পপিং’। এমন একটি ভিডিয়ো সমাজমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে। ভিডিয়োটি আবার পোস্ট করেছেন এক্সের মালিক স্বয়ং মাস্ক।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি বড় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন ট্রাম্প এবং মাস্ক। মাস্কের পরনে ছাই-রঙা শুট। ট্রাম্প পরে রয়েছেন গাঢ় নীল রঙের শুট, সঙ্গে লাল টাই। হঠাৎ তাঁরা রাস্তার মাঝখানে নাচতে শুরু করলেন বিখ্যাত ইংরেজি গান ‘স্টেইন অ্যালাইভ’-এর সঙ্গে। অনেক ক্ষণ ধরে চলে লকিং-পপিং। মাঝেমধ্যে তালও ঠুকছেন।

৩৬ সেকেন্ডের ওই ভিডিয়ো পোস্ট করে মাস্ক লিখেছেন, ‘‘নিন্দকেরা বলবেন এই ভিডিয়োটি কৃত্রিম মেধা (এআই) ব্যবহার করে বানানো।’’ আদতে ভিডিয়োটি কৃত্রিম মেধা (এআই) ব্যবহার করেই বানানো হয়েছে। ভিডিয়ো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, বাস্তবে তাঁরা নাচেননি। বুধবার মাস্কের পোস্ট করা ভিডিয়োয় ইতিমধ্যেই প্রায় ১০ লক্ষ মানুষ দেখেছেন। অনেকে মজার মজার মন্তব্যও করেছেন।

Advertisement

সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী ট্রাম্পের সমর্থনে কথা বলতে শোনা গিয়েছে মাস্ককে। ট্রাম্পের সাক্ষাৎকারও নিয়েছেন তিনি। আর তার পর থেকেই তাঁদের বন্ধুত্বের গুঞ্জন ছড়িয়ে পড়েছে আমেরিকার বিভিন্ন মহলে। তার মধ্যেই আবার এই নতুন ভিডিয়ো পোস্ট করলেন ট্রাম্প।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement