Viral Video

ইনস্টাগ্রামের মন্তব্য নিয়ে দুই দল কিশোরের লড়াই, পুত্রকে বাঁচাতে আসা মাকে টেনে নিয়ে গেল গাড়ি!

ইনস্টাগ্রামে একটি পোস্টে করা মন্তব্যকে কেন্দ্র করে গত ৮ মার্চ ঋষভ এবং সাত্ত্বিক নামে দুই কিশোরের মধ্যে মাঝরাস্তায় বাগ্‌বিতণ্ডা শুরু হয়। শীঘ্রই মারপিটে জড়িয়ে পড়ে তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৫:৪২
Share:
Video shows youth take woman, sitting on car bonnet to 1 Km in Haryana, police takes action

ছবি: এক্স থেকে নেওয়া।

আক্রান্ত পুত্রকে বাঁচাতে গিয়ে নিজেই আক্রমণের শিকার হলেন মা! তাঁকে বনেটে বসিয়ে প্রায় এক কিলোমিটার নিয়ে গেল দ্রুতগামী গাড়ি। হরিয়ানার সোনিপতে ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে একটি পোস্টে করা মন্তব্যকে কেন্দ্র করে গত ৮ মার্চ ঋষভ এবং সাত্ত্বিক নামে দুই কিশোরের মধ্যে মাঝরাস্তায় বাগ্‌বিতণ্ডা শুরু হয়। শীঘ্রই মারপিটে জড়িয়ে পড়ে তারা। ঋষভের দাদা মধ্যস্থতা করার চেষ্টা করলে উত্তেজনা আরও বাড়ে। সাত্ত্বিক এবং তার বন্ধুরা ঋষভ ও তার দাদাকে সোনিপতের মডেল টাউন এলাকায় নিয়ে গিয়ে মারধর করে। পরের দিন দুধ কিনতে বাজারে যাওয়ার সময় ঋষভকে আবারও আক্রমণ করে সাত্ত্বিক এবং তার বন্ধুরা। সেই সময়ই পুত্রকে বাঁচানোর জন্য এগিয়ে যান ঋষভের মা পূজা। সঙ্গে পরিবারের আরও কয়েক জন ছিলেন। ঋষভের পরিবারের লোকজনদের আসতে দেখে সাত্ত্বিক এবং তার বন্ধুরা গাড়ি করে পালানোর চেষ্টা করে। পালানোর সময় তাড়াহুড়োয় গাড়িটি পূজাকে ধাক্কা মারে। গাড়ির বনেটের উপর পড়ে যান তিনি। ওই অবস্থাতেই দ্রুতগামী গাড়িটি তাঁকে এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। পরে গাড়ির গতি কমলে সুযোগ বুঝে বনেট থেকে লাফ মারেন পূজা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে বলে খবর।

মঙ্গলবার ‘বিনয় সাক্সেনা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। হইচই পড়েছে সমাজমাধ্যমে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। অনেকে আবার অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement