Viral Video

মরেও শান্তি নেই! মৃতদেহ থেকে দুল চুরি করলেন হাসপাতাল কর্মী, ধরা পড়ল সিসিটিভিতে, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ওই মহিলার। ময়নাতদন্তের জন্য দেহটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই এক কর্মী মহিলার মৃতদেহ থেকে দুল চুরি করেন বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৩:১৮
Share:
Video shows hospital worker allegedly stealing earrings from dead body in Uttar Pradesh

ছবি: এক্স থেকে নেওয়া।

মৃত্যুর পরেও রেহাই দিল না চোর। মহিলার দেহ থেকে দুল চুরি করলেন হাসপাতালের কর্মী! এমনই এক চাঞ্চল্যকর ঘটনার কথা প্রকাশ্যে আসার পর হইচই পড়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশের শামলি জেলা হাসপাতালে ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ওই মহিলার। ময়নাতদন্তের জন্য দেহটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকারই এক কর্মী মহিলার মৃতদেহ থেকে দুল চুরি করেন বলে অভিযোগ। বিষয়টি হাসপাতালের সিসি ক্যামেরায় ধরা পড়েছে। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মহিলার দেহের সামনে দাঁড়িয়ে রয়েছেন ওই হাসপাতালের এক কর্মী। সাবধানী দৃষ্টিতে এ দিক-ও দিক দেখছেন তিনি। এর পর মহিলার দেহ কাপড় দিয়ে ঢাকা দেওয়ার অছিলায় কান থেকে দুল খুলে নেন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে আলোড়ন ফেলেছে ভিডিয়োটি।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সচিন গুপ্ত’ নামে এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। ওই হাসপাতাল কর্মীর শাস্তির দাবি তুলেছেন তাঁরা। পাশাপাশি, বিষয়টিকে অমানবিক এবং অসংবেদনশীল আখ্যা দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ তুলে নিন্দায় সরব হয়েছেন অনেকে।

Advertisement

ভিডিয়ো নিয়ে জনসাধারণ ক্ষোভ প্রকাশ্যে আসার পর প্রতিক্রিয়া জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষও। হাসপাতালের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বিষয়টি নিয়ে। হাসপাতালের ওই কর্মীকেও সাসপেন্ড (নিলম্বিত) করা হয়েছে। শামলি পুলিশও ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে বলে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement