ছবি: ইনস্টাগ্রাম।
মালাবদল হতে চলেছে বর-কনের। হইহই করে আনন্দ করছেন আত্মীয়েরা। কেউ কেউ পাত্র-পাত্রীকে টিপ্পনী কাটতেও ছাড়ছেন না। কিন্তু মালাবদলের ঠিক আগে বেঁকে বসলেন বর। কনের কাছে সাহসী আবদার করে বসলেন তিনি। ইশারায় বুঝিয়ে দিলেন, আবদার পূরণ না হলে মালাবদল করবেন না তিনি। অন্য দিকে, বরের আবদার শুনে লাজে রাঙা হলেন বধূ। তবে শেষমেশ বরের আবদার পূরণ করলেন জমসমক্ষেই। কিন্তু কী ছিল সেই আবদার? সেই ঘটনার একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বর এবং কনের সাজে মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন তরুণ-তরুণী। তাঁদের দু’জনের হাতেই মালা। পাত্রী মালা পরাতে যাবেন, এমন সময় মাথা সরিয়ে দিলেন পাত্র। ইশারা করে পাত্রীকে তাঁর গালে চুমু দিতে বললেন তিনি। মজা করে বুঝিয়ে দিলেন চুমু না পেলে তিনি মালাবদল করবেন না। এর পর লজ্জায় পড়ে গেলেন কনে। এ দিক-ও দিক তাকাতে থাকলেন। একটু পরে সাহস করে এগিয়ে গেলেন পাত্রী। পাত্রের গালে আলতো চুমু দিলেন তিনি। চুমু পেয়ে খুশি হয়ে গেলেন বর। আবার শুরু হল মালাবদলের অনুষ্ঠান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘শিবপূজন_স্টারবয়’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। প্রায় আড়াই কোটির বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইকও পড়েছে এক কোটির বেশি। ভিডিয়ো দেখে নেটাগরিকদের একাংশ যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিরক্তি প্রকাশ করেছেন। জনসমক্ষে পাত্রীকে অপ্রস্তুত করে দেওয়ার জন্য পাত্রের নিন্দাও করেছেন কেউ কেউ।