ছবি: এক্স থেকে নেওয়া।
পাকিস্তানে বসে আরাম করছেন আমেরিকার ধনকুবের ‘ইলন মাস্ক’! গল্প করতে করতে খাবার খাচ্ছেন বন্ধুদের সঙ্গে! সমাজমাধ্যমে প্রকাশ্যে আসা একটি ভিডিয়ো দেখার পর তেমনটাই দাবি করেছেন নেটাগরিকদের একাংশ। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। কিন্তু কেন এমন দাবি করছেন নেটাগরিকদের একাংশ? আসলে ভিডিয়োয় যে যুবককে দেখা গিয়েছে, তাঁকে দেখতে হুবহু স্পেসএক্স কর্তা মাস্কের মতো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভিডিয়োটি পাকিস্তানের। তবে ভিডিয়ো কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘরে বসে খাবার খাচ্ছেন এক যুবক। তাঁর সঙ্গে বসে রয়েছেন বন্ধুরা। ভিডিয়োয় যুবককে এক বন্ধু ‘ইলন’ বলে সম্বোধনও করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। নেটাগরিকদের দাবি, ভিডিয়োর যুবককে দেখতে অনেকটা মাস্কের মতো। যুবকের হাসি থেকে শুরু করে তাঁর মুখের অভিব্যক্তি— সব কিছুই নাকি মাস্কের সঙ্গে মিলে গিয়েছে।
গত ১৪ মার্চ ‘গোহার জ়ামান’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। ভিডিয়োটি নেটাগরিকদের নজর কেড়েছে। ইতিমধ্যেই অনেক মানুষ সেটি দেখেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই মজার মজার মন্তব্যও করেছেন অনেকে। ভিডিয়োটির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ইলন মাস্ক খান। আসল ইলন এই ভিডিয়ো দেখলে ভিরমি খাবেন।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এত মিল কী ভাবে? হাসি থেকে শুরু করে মুখের সমস্ত বৈশিষ্ট্য একই। খুবই অদ্ভুত ব্যাপার। বিশ্বাস হচ্ছে না।’’