Viral Video

চলন্ত ট্রেনের নীচে শুয়ে রিল! বেঁচেও গেলেন অলৌকিক ভাবে, ভিডিয়ো ভাইরাল হতে ঠাঁই হল শ্রীঘরে

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রেললাইনে ফোন হাতে নিয়ে শুয়ে রয়েছেন রঞ্জিত। হঠাৎ একটি ট্রেন দ্রুত গতিতে তাঁর দিকে এগিয়ে আসে। রঞ্জিতের উপর দিয়েই বেরিয়ে যায় ট্রেন। সেটি ক্যামেরাবন্দি করেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১২:১৯
Share:
Video of youth makes reel with train dangerously, arrested by police after video goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

রিলের নেশা সর্বনাশা! এখনকার দিনে অনেক মানুষ তেমনটাই মনে করেন। তবে মনে হওয়ার কারণও রয়েছে অনেক। তেমনই একটি নিদর্শন এ বার মিলল উত্তরপ্রদেশের উন্নাও জেলায়। রিল বানানোর নেশায় ফোনের ক্যামেরা খুলে রেললাইনে শুয়ে পড়তে দেখা গেল এক তরুণকে। তাঁর উপর দিয়েই চলে গেল ট্রেন। আর ট্রেনের নীচ কেমন দেখতে, তা ক্যামেরাবন্দি করলেন তিনি। ট্রেন চলে যাওয়ার পর দিব্যি উঠেও দাঁড়ালেন। শরীরে আঁচড়টুকুও লাগল না। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সেটিকে কেন্দ্র করে হইচইও পড়েছে সমাজমাধ্যমে। বিপজ্জনক ভাবে রিল বানানোর নিন্দায় সরব হয়েছেন নেটাগরিকেরা (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রেললাইনে শুয়ে রিল বানানো ওই তরুণের নাম রঞ্জিত চৌরাসিয়া। তিনি উন্নাওয়ের বাসিন্দা। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রেললাইনে ফোন হাতে নিয়ে শুয়ে রয়েছেন রঞ্জিত। হঠাৎ একটি ট্রেন দ্রুত গতিতে তাঁর দিকে এগিয়ে আসে। রঞ্জিতের উপর দিয়েই বেরিয়ে যায় ট্রেন। সেটি ক্যামেরাবন্দি করেন তিনি। ট্রেন বেরিয়ে যাওয়ার পর তিনি অক্ষত অবস্থায় লাইন থেকে উঠে আসেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করার পর তা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। পুলিশেরও নজরে আসে সেই ভিডিয়ো। এর পর বিপজ্জনক কর্মকাণ্ডের জন্য উন্নাও পুলিশ তাঁকে গ্রেফতার করে বলে জানা গিয়েছে। পুলিশের এক কর্তা জানিয়েছেন, রঞ্জিতের বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁকে গ্রেফতার করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত করছে পুলিশ।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োটি ‘সচিন গুপ্ত’ নামে এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। তরুণের বেপরোয়া আচরণের জন্য নিন্দার ঝড় উঠেছে সমাজমাধ্যমে। ভিডিয়ো দেখে এক নেটাগরিক কটাক্ষের সুরে লিখেছেন, ‘‘পরের বার চলন্ত বিমানের নীচে শুয়ে থাকার চেষ্টা করুন। হয়তো আরও বেশি লাইক পাবেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement