Viral Video

হরিণের সঙ্গে নিজস্বী! পোজ় দিতেই তরুণীকে শিঙের গুঁতো দিল চতুষ্পদ, ভাইরাল ভিডিয়ো

হরিণ দেখতে পেয়ে নিজস্বী তুলতে সে দিকে এগিয়ে যান এক তরুণী। তরুণী ফোন উঁচু করে ছবি তুললে হরিণটি অন্য দিকে মুখ ঘুরিয়ে ফেলে। একটি ছবি তুলে মন ভরে না তরুণীর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ১০:১৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

গাছের আড়ালে দাঁড়িয়ে রয়েছে মস্ত শিংওয়ালা হরিণ। তা দেখেই সেখানে ছুটে গেলেন তরুণী। ছবি তোলার এমন সুযোগ ছাড়া যাবে না ভেবে ফোনের ক্যামেরা চালু করলেন তিনি। নিজস্বী তোলার ভঙ্গিতে পোজ় দিলেন। কিন্তু তরুণীকে দেখেই হরিণের মুখ গম্ভীর। বিরক্ত হয়ে গেল সে। ভাল ছবি তোলার জন্য অন্য পোজ় দিলেন তরুণী। সঙ্গে সঙ্গে শিং নামিয়ে তরুণীকে মেরে দিল হরিণটি। গুঁতো দেওয়ার জন্য হরিণটি এগোতে গেলে সেখান থেকে পালিয়ে যান তরুণী। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘অ্যামেজ়িংটাইশুন’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, হরিণ দেখতে পেয়ে নিজস্বী তুলতে সে দিকে এগিয়ে যান এক তরুণী। তরুণী ফোন উঁচু করে ছবি তুললে হরিণটি অন্য দিকে মুখ ঘুরিয়ে ফেলে। একটি ছবি তুলে মন ভরে না তরুণীর।

পোজ় দিয়ে নিজস্বী তুলবেন বলে হরিণের মুখের কাছে হাত বাড়িয়ে দেন তিনি। সঙ্গে সঙ্গে হরিণটি তার মস্ত বড় শিং নামিয়ে তরুণীর হাতে মেরে দেয়। গুঁতো দিতে এগিয়ে যায় সে। ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যান তরুণী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement