Viral Video

উড়তে উড়তে ক্লান্ত শকুন, মাঝ-আকাশে বিশ্রাম নিতে বসল প্যারাগ্লাইডারের পায়ে! ভাইরাল মজার ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, মাঝ-আকাশে প্যারাগ্লাইডিং করছেন এক যুবক। তাঁর শরীর শূন্যে ভাসছে। আকাশ থেকে নীচের দৃশ্য উপভোগ করছেন তিনি। এমন সময় একটি কালো রঙের শকুন একেবারে তাঁর সামনে চলে আসে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৬:৪২
Share:
Video of vulture sit on paraglider’s feet goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

মাঝ-আকাশে প্যারাগ্লাইডিং করছিলেন এক যুবক। ভেসে চলেছিলেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তখনই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। উড়তে উড়তে তাঁর কাছে চলে এল একটি শকুন। ক্লান্ত হয়ে মাঝ-আকাশে যুবকের পায়ে বসে বিশ্রামও নিল পাখিটি। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মাঝ-আকাশে প্যারাগ্লাইডিং করছেন এক যুবক। তাঁর শরীর শূন্যে ভাসছে। আকাশ থেকে নীচের দৃশ্য উপভোগ করছেন তিনি। এমন সময় একটি কালো রঙের শকুন একেবারে তাঁর সামনে চলে আসে। প্যারাগ্লাইডার যুবকের সামনে উড়তে থাকে পাখিটি। তবে কিছু ক্ষণ ওড়ার পর যুবকের পায়ে এসে বসে সে। বিশ্রাম নিতে নিতে যুবকের জুতোয় ঠোক্করও মারতে থাকে। যুবকটিও পরম স্নেহে শকুনটির গায়ে হাত বুলিয়ে দেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নো কনটেক্সট হিউম্যানস’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের ঝড় বয়ে গিয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিস্ময় প্রকাশ করেছেন ভিডিয়োটি দেখার পর। এক নেটাগরিক লিখেছেন, ‘‘শকুন কি এ বার প্যারাগ্লাইডারদের ভাড়া করছে? অসাধারণ ভিডিয়ো। অনেক বার দেখলাম।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement