Viral Video

টাকা নিয়ে ঝামেলা! ভরা বাজারে দুই মহিলার চুলোচুলির ভিডিয়ো ভাইরাল, চলল চড়, ঘুষিও

আশপাশে উপস্থিত ব্যক্তিরা তাঁদের এই ঝামেলা থামাতে গেলেও কোনও কথাই যেন কানে তুললেন না দুই মহিলা। এক মহিলার চুলের মুঠি ধরে অন্য মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ ১৩:৪৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দিনদুপুরে বাজারের ভিতর দুই মহিলাকে ঘিরে জমে গিয়েছে ভিড়। টাকাপয়সা নিয়ে দু’জনের মধ্যে ঝামেলা হয়েছে। তা নিয়ে কথা কাটাকাটি থেকেই শুরু হয়েছে হাতাহাতি। একে অপরের চুল ধরে টেনে মারপিট করছে তাঁরা। এই ঘটনার প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ আবার সেই দৃশ্য ক্যামেরাবন্দিও করে ফেলেছেন। সমাজমাধ্যমের পাতায় সেই ভিডিয়োটি সম্প্রতি ঘোরাফেরা করতে শুরু করেছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি উত্তরপ্রদেশের বাঘপাত এলাকার বাজারে ঘটেছে। সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দুই মহিলা ভরা বাজারে চুলোচুলি করছেন। একে অপরের চুল ধরে টানাটানি করছেন দু’জনে। আশপাশে উপস্থিত ব্যক্তিরা তাঁদের এই ঝামেলা থামাতে গেলেও কোনও কথাই যেন কানে তুললেন না দুই মহিলা।

এক মহিলার চুলের মুঠি ধরে অন্য মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছিলেন। সেই মহিলার হাতে থাকা বাজারের ব্যাগ পড়ে যায় মাটিতে। এমনকি জুতোজোড়াও পা থেকে খুলে যায় তাঁর। কোনও ভাবে চুলের মুঠি ছাড়িয়ে তিনি জুতো পরে বাজারের ব্যাগটি তুলে নেন। অন্য মহিলার সঙ্গে তর্ক করতে থাকেন তিনি। কিন্তু কিছু ক্ষণ তর্ক করার পর আবার দু’জনের মধ্যে হাতাহাতি, চুলোচুলি শুরু হয়ে যায়। স্থানীয় পুলিশকে খবর পাঠালে তারা ঘটনাস্থলে পৌঁছয়। তত ক্ষণে দুই মহিলার ঝামেলাও মিটে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, তাদের কাছে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement