সাপ ডিমও খায়? ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ইঁদুর, ব্যাঙ, পাখি থেকে ছোটখাটো অনেক প্রাণীই খেয়ে থাকে সাপ। আর অজগর বা ময়াল হলে তো কথাই নেই। হরিণ, ছাগল, এমনকি মানুষ অবধি গিলে খেয়ে ফেলে এই বিশাল সাপগুলি। কিন্তু সাপ ডিমও খায়? এমন তথ্য হয়তো অনেকেরই অজানা। কিন্তু সম্প্রতি এমন এক ভিডিয়ো প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে, একটা আস্ত ডিম গিলে খেয়ে ফেলল একটা সরু সাপ। সেই ভিডিয়ো নিয়ে সমাজমাধ্যমে যথেষ্ট হইচই পড়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি জায়গায় দু’টি ডিম রয়েছে। সেই ডিমগুলি সাধারণ মুরগি বা হাঁসের ডিমের থেকে আকারে বড়। তবে সেগুলো ঠিক কিসের ডিম তা ভিডিয়ো থেকে স্পষ্ট নয়। হঠাৎ একটি সরু, কুচকুচে কালো সাপ সেখানে আসে। একটা ডিম গিলে খেতে উদ্যত হয় সে। ডিমের আকার মুখের থেকে অনেক বড় হওয়ায় প্রথমে সেটি গিলতে বেশ বেগ পেতে হয় সাপটিকে। তবে আস্তে আস্তে অনেকটা সময় ধরে ডিমটি গিলে ফেলে সে। তবে ডিম খেয়ে সাপের মুখ গোল বলের মতো হয়ে যায়। নড়তে চড়তে বেশ অসুবিধা হয় সেটিকে। কিছু ক্ষণ পর ডিমের ভিতরের তরল অংশ খেয়ে খোলা উগরে দিতেও দেখা যায় সাপটিকে।
ফেসবুকে ভাইরাল ওই ভিডিয়োটি ইতিমধ্যেই প্রায় ৬০ লক্ষ বার দেখা হয়েছে। লাইকও পড়েছে ১৫ হাজার। পাশাপাশি, অনেকেই ভিডিয়োটি দেখে বিভিন্ন মন্তব্য করেছেন।