Viral Video

ফোনে মগ্ন তরুণ, মাথা লক্ষ্য করে ছোবল বিষধর কালাচের! প্রাণ বাঁচাল টুপি, ভয়ঙ্কর ভিডিয়ো ভাইরাল

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বাঁশের একটি মাচার উপর বসে ফোনে কথা বলতে মগ্ন এক তরুণ। পরনে কালো টিশার্ট-প্যান্ট, মাথায় টুপি। তাঁর মাথার ঠিক পিছনেই এসে উপস্থিত হয়েছে একটি বিষধর সাপ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:১৪
Share:
Video of snake attacks young man

ছবি: এক্স থেকে নেওয়া।

মাচায় বসে এক মনে ফোনে কথা বলছিলেন তরুণ। কিন্তু তাঁর পিছনেই যে সাক্ষাৎ মৃত্যুদূত এসে উপস্থিত হয়েছে, সে কথা ঘুণাক্ষরেও টের পাননি তিনি! আর টের পাওয়ার আগেই তাঁর মাথা লক্ষ্য করে ছোবল বসাল ভয়ঙ্করদর্শন এক সাপ। কিন্তু রক্ষাকবচ হয়ে দাঁড়াল তরুণের মাথার টুপি। বিরক্ত হয়ে সাপটি তরুণের টুপি মুখে করে টেনে খুলে দেয়। পরবর্তী লক্ষ্য নিশ্চয়ই ছিল মাথায় ছোবল দেওয়া। কিন্তু তার আগেই পিছন ঘুরে সরীসৃপটিকে দেখে সরে গেলেন তরুণ। রক্ষা পেলেন অল্পের জন্য। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। তবে সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাঁশের একটি মাচার উপর বসে ফোনে কথা বলতে মগ্ন এক তরুণ। পরনে কালো টিশার্ট-প্যান্ট, মাথায় টুপি। তাঁর মাথার ঠিক পিছনেই এসে উপস্থিত হয়েছে একটি বিষধর সাপ। তরুণের মাথা লক্ষ্য করে ছোবলও মারে সে। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তরুণের মাথার টুপি। এর পর রেগে গিয়ে টুপিটি মুখে করে টান মেরে ফেলে দেয় সাপটি। সতর্ক হয়ে যান তরুণ। পিছনে ফিরে সাপটিকে দেখে সঙ্গে সঙ্গে পিছিয়ে আসেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

গত ২২ ফেব্রুয়ারি ‘নেচার ইজ় অ্যামেজিং’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। প্রায় আট লক্ষ বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। অনেকে আবার ভয় পেয়েছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘সাপের দাঁত যদি আর একটু লম্বা হত, তা হলে তরুণের ভবলীলা এত ক্ষণে সাঙ্গ হয়ে যেত।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এটা কালাচ সাপ! অত্যন্ত বিষাক্ত। ভিডিয়ো দেখে ভয় পেলাম। তরুণ সত্যিই ভাগ্যবান।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement