Viral Video

দুর্গাপুরের হাসপাতালে সিগারেট খাওয়ার বায়না! পূরণ না হওয়ায় ভাঙচুর রোগীর, প্রকাশ্যে ভিডিয়ো

আনন্দবাজার অনলাইনের হাতে আসা ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, খালি গায়ে চিৎকার করছেন ওই যুবক। এর পরেই একের পর এক চেয়ার ছুড়ে ফেলতে শুরু করেন তিনি। টেবিলের উপর রাখা একটি কম্পিউটারও আছড়ে মাটিতে ফেলে দেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৪ ১৩:১৫
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

ওয়ার্ডের ভিতরেই সিগারেট খাওয়ার আবদার করেছিলেন। পূরণ না করায় হাসপাতালের একটি বিভাগে ভাঙচুর চালালেন এক রোগী! দুর্গাপুরের একটি হাসপাতালে এই ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়োও হাতে এসেছে আনন্দবাজার অনলাইনের। সেই ভিডিয়ো নিয়ে হইচই পড়েছে।

Advertisement

হাসপাতাল সূত্রে খবর, অভিযু্ক্ত যুবক মনোরোগ বিভাগে ভর্তি ছিলেন গত কয়েক দিন ধরে। বুধবার রাতে হাসপাতালের ভিতর সিগারেট খাওয়ার আবদার করেন তিনি। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তাঁর আবদনে সাড়া দেওয়া হয়নি। এর পরেই রেগে যান ওই যুবক। চিৎকার করে ভাঙচুর চালাতে শুরু করেন হাসপাতালের ভিতরে। ওই যুবকের মারে এক জন পুরুষ নার্স আহত হয়েছেন। ওই সময় হাসপাতাল চত্বরে কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না বলেও অভিযোগ।

আনন্দবাজার অনলাইনের হাতে আসা ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, খালি গায়ে চিৎকার করছেন ওই যুবক। এর পরেই একের পর এক চেয়ার ছুড়ে ফেলতে শুরু করেন তিনি। টেবিলের উপর রাখা একটি কম্পিউটার কিবোর্ড আছড়ে মাটিতে ফেলে দেন। একটা আলমারিও ফেলে দেন। লন্ডভন্ড করতে থাকেন কাগজপত্র। এর পর একটি টুল তুলে নিয়ে একের পর এক কাচের জানলা-দরজা ভাঙতে শুরু করেন ওই রোগী। তাঁর রণমূর্তি দেখে এক-দু’জন রোগীকেও ভয়ে পালাতে দেখা গিয়েছে। তবে ওই যুবকের কীর্তি দূর থেকে ক্যামেরাবন্দি করেন হাসপাতালেরই এক কর্মী। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে। হাসপাতালের তরফে পুলিশকে পুরো বিষয়টি জানানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement