Viral Video

ঘন কুয়াশায় সেতুর উপর একে অপরকে ধাক্কা দিল শতাধিক গাড়ি! লাভ হল না সতর্ক করেও

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি সেতুর উপর দুর্ঘটনার কবলে পড়েছে অনেকগুলি গাড়ি। ঘন কুয়াশায় বেশি দূর পর্যন্ত দেখা যাচ্ছে না। সেতুর দু’পাশে আমজনতার ভিড় জমে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪৮
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা প্রায় নেই। সেতুর উপর দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার মুখে একের পর এক গাড়ি। একে অপরকে ধাক্কা মারার পর দুমড়ে-মুচড়েও যায় গাড়িগুলি। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে চিনের ঝেংঝো প্রদেশের একটি সেতুতে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘন কুয়াশার কারণে শতাধিক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশও বিষয়টি নিশ্চিত করেছে বলে খবর। পুলিশ জানিয়েছে, ওই দুর্ঘটনায় অনেকে আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর বলেও জানা গিয়েছে।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি সেতুর উপর দুর্ঘটনার কবলে পড়েছে অনেকগুলি গাড়ি। ঘন কুয়াশায় বেশি দূর পর্যন্ত দেখা যাচ্ছে না। সেতুর দু’পাশে ভিড় জমে গিয়েছে। যে সব গাড়ি কুয়াশার কারণে দুর্ঘটনা নিয়ে অবগত নয়, তাঁদের থামানোর চেষ্টা করছেন তাঁরা। কিন্তু তাঁদের ইশারা বুঝতে না পেরে একের পর এক গাড়ি সজোরে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিতেই ধাক্কা মারতে থাকে। রাস্তা পিচ্ছিল হওয়ার কারণে অনেকে আবার গতি নিয়ন্ত্রণ না করতে পেরে ধাক্কা মারে একে অপরকে। দুমড়েমুচড়ে তালগোল পাকিয়ে যায় গাড়িগুলি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা যাওয়ার কারণেই দুর্ঘটনা ঘটে। ‘অ্যাকুওয়েদার’-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দুর্ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। ৪১ লক্ষেরও বেশি বার ভিডিয়োটি দেখা হয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকেই বিভিন্ন মন্তব্য করেছেন। ঘন কুয়াশার মধ্যে কেন চালকেরা নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাচ্ছিলেন না, সেই প্রশ্নও তুলেছেন কেউ কেউ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement