Viral Video

ঘটকালি সংস্থার প্রোফাইলে নিজের ছবি দেখে চক্ষু চড়কগাছে বিবাহিত মহিলার! ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ওই ভিডিয়োয় জনপ্রিয় অনলাইন ঘটকালি সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্বাতী। জানিয়েছেন, তিনি বিবাহিত হওয়া সত্ত্বেও একটি প্রোফাইলে তাঁর ছবি ব্যবহার করেছে ওই সংস্থা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ১০:৫৩
Share:
Video of married woman slams matrimony app for using her picture goes viral

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

তিনি বিবাহিত। সুখে-স্বাচ্ছন্দ্যে সংসার করছেন। অথচ তাঁরই ছবি ব্যবহার করে বিজ্ঞাপন দিয়েছে ভারতের জনপ্রিয় এক অনলাইন ঘটকালি সংস্থা। এমনই অভিযোগ এনে সরব হলেন স্বাতী মুকুন্দ নামে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী। ইনস্টাতে পুরো বিষয়টি জানিয়ে একটি ভিডিয়োও পোস্ট করেছেন ওই মহিলা। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল ওই ভিডিয়োয় জনপ্রিয় অনলাইন ঘটকালি সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্বাতী। জানিয়েছেন, তিনি বিবাহিত হওয়া সত্ত্বেও একটি প্রোফাইলে তাঁর ছবি ব্যবহার করেছে ওই সংস্থা। অনলাইন সংস্থার এই কাণ্ড প্রতারণা বলেও দাবি করেছেন স্বাতী। ভিডিয়োতে নিজের স্বামীকে দেখিয়ে স্বাতী এ-ও জানিয়েছেন যে, তাঁর বিয়ে কোনও ঘটকালি সংস্থার সাহায্যে হয়নি। সেই ভিডিয়োয় প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে। স্বাতীর ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। এমনকি, ওই সংস্থার সমালোচনায় মুখর হয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীদের একাংশ। অনেকে আবার নিজেদের ‘তিক্ত’ অভিজ্ঞতার কথাও ভাগ করে নিয়েছেন। এক জন লিখেছেন, ‘‘কয়েক বছর আগে অনলাইন ঘটকালির অ্যাপগুলি ঘেঁটে দেখছিলাম। তখন দেখি, কী ভাবে কোনও রকম যাচাই করা ছাড়়ায় এরা বিজ্ঞাপন দিচ্ছে। এতে নাকি ওদের ব্যবসাকে প্রভাবিত হবে!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement