ছবি: এক্স থেকে নেওয়া।
কুয়োর মধ্যে এক ব্যক্তিকে জড়িয়ে ধরেছে এক বিশালাকার অজগর। ছটফট করছেন তিনি। উদ্ধারে এগিয়ে এল জনা কয়েক যুবক। তার পর কী হল? সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, কুয়োয় পড়ে গিয়েছেন এক প্রৌঢ়। তাঁকে সেখানে পেঁচিয়ে ধরেছে একটি বিশাল অজগর। ভয়ে ছটফট করছেন তিনি। এমন সময় তাঁকে উদ্ধারে এগিয়ে আসেন কয়েক জন যুবক। জলস্তর উঁচুতে থাকার কারণে সহজেই সাপটির লেজ ধরে ফেলেন তাঁরা। এর পর আস্তে আস্তে সাপটির লেজ ধরে টানতে থাকেন। বেশ কিছু ক্ষণের চেষ্টার পর অজগরটিকে কুয়ো থেকে তুলে আনেন তাঁরা। ধীরে ধীরে কুয়ো থেকে উঠে আসেন প্রৌঢ়ও। বরাতজোরে প্রাণ রক্ষা পায় তাঁর। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
গত ২৩ ফেব্রুয়ারি ‘ফাইটার ৩.০’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে বিস্ময় এবং উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এক জন লিখেছেন, ‘‘কী ভয়ঙ্কর। ওই যুবকেরা যদি উদ্ধার করতে না আসতেন, তা হলে বড় বিপদ হয়ে যেত।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘প্রৌঢ়কে ভাগ্যবান বলতে হবে।’’