viral video

এক চাকায় বেঙ্গালুরুর ট্র্যাফিক জ্যামকে ‘ডজ’! অভিনব যানকে বাহবা দিল নেটদুনিয়া

‘দিপুনায়ার’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ছড়িয়ে পড়া সেই ভিডিয়োয় হেলমেট পরে, কাঁধে ব্যাগ নিয়ে আউটার রিং রোডে এক জন ব্যক্তিকে সাইকেল চালাতে দেখা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ১৬:২৮
Share:
A man was spotted riding a unicycle on road

ছবি: সংগৃহীত।

বেঙ্গালুরুর ট্র্যাফিক জ্যামে পড়লে আর রক্ষা নেই। দীর্ঘ ক্ষণ ট্র্যাফিক জ্যামে আটকে থাকতে হলে অফিসের হাজিরার খাতায় ঢ্যাঁড়া পড়ে যাওয়ার সমূহ আশঙ্কা। কুখ্যাত ট্র্যাফিক জ্যামের হাত থেকে বাঁচার জন্য তাই এক অভিনব যানের ব্যবস্থা করলেন এক তরুণ। চেপে বসলেন এক চাকার ব্যাটারিচালিত সাইকেলে। চেহারায় খানিকটা অদ্ভুত হলেও জ্যামে আটকে থাকা গাড়ির সারির ফাঁক গলে বেরিয়ে আসার জন্য একেবারে উপযুক্ত এই যান। সেই রকমই একটি গাড়ি চড়ে অফিস যেতে দেখা গেল বেঙ্গালুরুর বাসিন্দা এক তরুণকে। শহরের ব্যস্ততম রাস্তায় সেই তরুণের বিশেষ সাইকেল চালানোর একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি।

Advertisement

‘দিপুনায়ার’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ছড়িয়ে পড়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, হেলমেট পরে, কাঁধে ব্যাগ নিয়ে আউটার রিং রোডে এক ব্যক্তি সাইকেল চালাচ্ছেন। সেই ভিডিয়ো দেখে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োয় দেখা গিয়েছে বড় একটি চাকার উপরে দাঁড়িয়ে অদ্ভুত ভাবে ভারসাম্য বজায় রেখে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছেন ওই তরুণ। এই যানটিকে ইউনিসাইকেল বলা হয়। ট্র্যাফিকের চাপ থাকা সত্ত্বেও, গাড়ি এবং বাসের পাশ দিয়ে তিনি নির্বিঘ্নে বেরিয়ে আসেন। কেউ কেউ এটিকে যানজট কাটিয়ে ওঠার মোক্ষম উপায় হিসাবে প্রশংসা করেছেন। আবার কেউ কেউ এই ধরনের যাতায়াতের সম্ভাব্য বিপদগুলি তুলে ধরেছেন।

এক জন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “বেঙ্গালুরুর রাস্তার জন্য ঝুঁকিপূর্ণ, কিন্তু সময় বাঁচানোর জন্য ভাল উপায়।’’ অন্য এক জন মজা করে লিখেছেন, ‘‘বাস, গাড়ি, তিন চাকার গাড়ি, দুই চাকার গাড়ি, এবং এখন এক চাকার গাড়ি। আমি বাজি ধরতে পারি যে চাকাবিহীন গাড়িতে মানুষ আরও দ্রুত যেতে পারবেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement