ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
খাঁচার মধ্যে লাগামছাড়া হয়ে গিয়েছে পোষ্য সিংহ। কামড়ে ধরেছে পা। শেষে সিংহকে লাঠি দিয়ে ‘মারধর’ করে শান্ত করলেন যুবক। এমনই এক চাঞ্চল্যকর ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরালও হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সিংহের খাঁচায় দাঁড়িয়ে রয়েছেন দুই যুবক। আক্রমণাত্মক হয়ে উঠেছে সিংহটি। এক যুবকের পা কামড়ে ধরেছে সে। সঙ্গে সঙ্গে অন্য এক যুবক একটি লাঠি নিয়ে সিংহটিকে শাসন করে। লাঠির কয়েক ঘা পিঠেও পড়ে সিংহটির। কিছু ক্ষণ পরেই সিংহটি ওই যুবকের পা ছেড়ে দেয়। শান্ত হয়ে মাটিতে বসে পড়ে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পাকিস্তানের ‘কন্টেন্ট ক্রিয়েটর’ মিয়ান আজহার। মাঝেমধ্যেই সিংহ, বাঘ এবং বিভিন্ন সরীসৃপের সঙ্গে ভিডিয়ো পোস্ট করতে দেখা যায়। তবে সিংহকে শাসন করার ভিডিয়োটি ইতিমধ্যেই নেটাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে। ৪ কোটি বার দেখা হয়েছে ভিডিয়োটি। নেটাগরিকদের একাংশ ভিডিয়োটি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন। আবার মজার মজার মন্তব্যও করেছেন অনেকে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘প্রথমে খাঁচায় পুরেছেন, তার পর খোঁচা দিয়ে বিরক্ত করছেন। এক দিন না এক দিন তো কর্মফল পাবেনই।’’