Viral Video

শুধু সাদা মোজা পরে জাপানের রাস্তায় হাঁটলেন তরুণী, কিছু ক্ষণ পরে মোজার রং দেখে হতবাক নেটদুনিয়া

ইনস্টাগ্রামের ওই নেটপ্রভাবীর নাম সিমরন বালার জৈন। তাঁর পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, জাপানের রাস্তা এবং ফুটপাথ ধরে হাঁটছেন তিনি। তার আগে খুলে রেখেছেন জুতো।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৫:৫৭
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

জুতো নয়, পায়ে স্রেফ ধবধবে সাদা মোজা পরে জাপানের অলিগলি ঘুরে বেড়ালেন এক নেটপ্রভাবী। স্বাভাবিক ভাবেই রাস্তায় হাঁটাহাঁটির পর নোংরা লেগে সেই সাদা রং আর সাদা থাকার কথা নয়। অন্তত ভারতের রাস্তা হলে তো তেমনটাই হত। তবে জাপানের রাস্তায় হাঁটার পর ওই নেটপ্রভাবী তরুণীর মোজার রং দেখে হতবাক হয়ে গিয়েছেন অনেকেই। পুরো ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ইনস্টাগ্রামের ওই নেটপ্রভাবীর নাম সিমরন বালার জৈন। তাঁর পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, জাপানের রাস্তা এবং ফুটপাথ ধরে হাঁটছেন তিনি। হাঁটার আগে খুলে রেখেছেন জুতো। পরিবর্তে পরেছেন নতুন কেনা একটি ধবধবে সাদা মোজা। জাপানের রাস্তায় বহু ক্ষণ হাঁটাহাঁটির পরও তিনি দেখেন, তাঁর মোজার নীচে সে ভাবে নোংরা লাগেনি। সাদা মোজা সাদাই রয়েছে। আর তা দেখে হতবাক নেটাগরিকদের একাংশ।

ইনস্টাগ্রামে সিমরন যে ভিডিয়োটি পোস্ট করেছেন, তা ইতিমধ্যেই বহু বার দেখা হয়েছে। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। কী ভাবে মোজার তলা নোংরা হল না, অবাক হয়ে এই প্রশ্ন তুলেছেন অনেকে। অনেকে আবার মনে করছেন, আসলে আসল মোজাটি নোংরা হয়ে গিয়েছিল। পরে অন্য একটি মোজা পরে নেন সিমরন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement