Viral Video

ফেয়ারওয়েল পার্টিতে ‘উয়ি আম্মা’ গানে নাচ! উঠল হাততালির ঝড়, এল প্রশংসা, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি কলেজের ক্লাসরুমে ফেয়ারওয়েল বা বিদায় সংবর্ধনার অনুষ্ঠান চলছে। সেই অনুষ্ঠানে বন্ধুদের অনুরোধে নাচতে আসেন এক তরুণী। ‘উয়ি আম্মা’ গানে নাচতে শুরু করেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১২:০৭
Share:
Video of girl dancing in farewell party goes viral

ছবি: ইনস্টাগ্রাম।

কলেজে ফেয়ারওয়েল পার্টি। বন্ধুদের অনুরোধে নেচে মন জয় করলেন তরুণী। বলিউড ছবি ‘আজ়াদ’-এর ‘উয়ি আম্মা’ গানে তাঁর নাচের ভিডিয়োটি দৃষ্টি আকর্ষণ করেছে নেটাগরিকদেরও। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। তরুণীর নাচের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকেরা। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি কলেজের ক্লাসরুমে ফেয়ারওয়েল বা বিদায় সংবর্ধনার অনুষ্ঠান চলছে। সেই অনুষ্ঠানে বন্ধুদের অনুরোধে নাচতে আসেন এক তরুণী। ‘উয়ি আম্মা’ গানে নাচতে শুরু করেন তিনি। আর তিনি নাচতে শুরু করার সঙ্গে সঙ্গে তাঁর বন্ধুরা হাততালি দিয়ে ওঠেন। তরুণীও নাচতে থাকেন আত্মবিশ্বাসের সঙ্গে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘কবিতা_আইডিয়াল’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। সাড়ে তিন কোটিরও বেশি বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। তরুণীর প্রশংসায় পঞ্চমুখ হতেও দেখা গিয়েছে নেটাগরিকদের একাংশকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘অসাধারণ প্রতিভা। খুব সুন্দর নেচেছেন তরুণী।’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement